কেন্দ্র নিজের মুখেই বলুক ওঁরা তালিবানকে জঙ্গি মানে কি না, বড় প্রশ্ন ওয়াইসির

বাংলা হান্ট ডেস্কঃ AIMIM প্রধান আসাদউদ্দিন ওয়াইসি (Asaduddin Owaisi) কাতারের (Qatar) রাজধানী দোহায় ভারতীয় রাজদূতের সঙ্গে তালিবান নেতার সাক্ষাৎ নিয়ে কেন্দ্র সরকারকে প্রশ্ন করেছেন। উনি বলেছেন, এটা জাতীয় নিরাপত্তার প্রশ্ন কেন্দ্র সরকারের উচিৎ তালিবানের সঙ্গে সাক্ষাৎ নিয়ে নিজেদের মনোভাব স্পষ্ট করা। ওয়াইসি কেন্দ্রকে প্রশ্ন করে বলেন, মোদী সরকারকে এটা স্পষ্ট করা উচিৎ যে তাঁরা তালিবানকে জঙ্গি সংগঠন মানে কি মানে না?

উল্লেখ্য, দু’দিন আগে কাতারের রাজধানী দোহায় ভারত আর তালিবানের মধ্যে প্রথম রাজনৈতিক যোগাযোগ হয়েছিল। ভারতের রাজদূত দীপক মিত্তল প্রথমবার তালিবানি নেতা শের মোহম্মদ আব্বাস স্তানিকজাই-র সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। প্রাপ্ত খবর অনুযায়ী, তালিবানের আবেদনেই এই বৈঠক হয়েছিল। স্তানিকজাই বর্তমানে কাতারের তালিবান দফতরের প্রধান।

এরপর বিদেশ মন্ত্রালয়ের তরফ থেকে প্রেস বার্তা জারি করে বলা হয় যে, তালিবান নেতা আর ভারতীয় রাজদূতের মধ্যে আফগানিস্তানে বর্তমান সময়ে আটকে থাকা ভারতীয় নাগরিকদের সুরক্ষা আর তাঁদের অতি শীঘ্রই ভারতে ফিরিয়ে আনা নিয়ে চর্চা হয়েছে। ভারত জানিয়েছে যে, আফগানিস্তানে থাকা সংখ্যালঘু যারা ভারতে আসতে চায় তাঁদের নিয়ে কথাবার্তা চলেছে।

পাশাপাশি আফগানিস্তানের মাটি ভারতের বিরুদ্ধে বা জঙ্গি কার্যকলাপ চালানো হতে পারে বলে আশঙ্কা জাহির করা হয়েছে। যদিও, তালিবান প্রতিনিধি ভারতকে আশ্বাস দিয়েছে যে এই সমস্যার সমাধান বের করা হবে।

উল্লেখ্য, মোহম্মদ আব্বাস স্তানেকজাই-র নাম তালিবানের শীর্ষ নেতাদের মধ্যে গুনতি হয়। তাঁর সঙ্গে ভারতেরও সম্পর্ক রয়েছে। এমনও খবর আছে যে, স্তানিকজাই দেরাদুনে ভারতীয় সেনা অ্যাকাডেমির পড়ুয়া ছিল। তাঁর সহপাঠীরা তাঁকে ‘শেরু” বলে ডাকত।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর