Optical illusion: ১ মিনিটেই বোঝা যাবে আপনি কতটা চালাক! এই একটি ছবিতেই হবে আসল পরীক্ষা

বাংলাহান্ট ডেস্ক : সোশ্যাল মিডিয়া (Social Media) মানে কি শুধুমাত্র মনোরঞ্জন? নাকি একের পর এক রিলস ভিডিওয় মুখ গুঁজে বসে থাকা। তাহলে কি দিনরাত বসে বসে ভ্লগ দেখা? এমন কিছু মানুষ রয়েছেন যারা কিন্তু শুধুমাত্র মনোরঞ্জন করার জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন না। বুদ্ধিমত্তার শান দেওয়ার জন্য চ্যালেঞ্জিং ধাঁধা থেকে শুরু করে অপটিক্যাল ইলিউশন (Optical Illusion) পছন্দ করেন।

এগুলি থেকে মস্তিষ্কের শক্তি বৃদ্ধি পায়। আবার মানসিক চাপ (Mental Stress) দূর হয়। আজকাল ইন্টারনেটে ভাইরাল হওয়া অনেক অপটিক্যাল ইলিউশন (Optical Illusion) পাজল সমাধান করে থাকেন অনেকেই। আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি এমন একটি ছবি, যেটা বলে দেবে আপনি ঠিক কতটা স্মার্ট। এই ছবিতে প্যাঁচাগুলির মধ্যে একটি বিড়াল লুকিয়ে আছে।

আরোও পড়ুন : ৫৩ বছরের অপেক্ষার অবসান! এবারের রথযাত্রাকে ঘিরে থাকছে নয়া চমক, হবেন বিরল মুহূর্তের সাক্ষী

এতগুলি প্যাঁচাদের মধ্যে থেকে একটি বিড়ালকে খুঁজে বের করতে রীতিমত ব্যর্থ হয়েছেন  ৯৯ শতাংশ মানুষ। ব্যর্থ হওয়ারই কথা। আসলে এতগুলি প্যাঁচার মাঝখান থেকে একটি মাত্র বিড়ালকে শনাক্ত করা যেন, খরের গাদায় সুচ খোঁজার মতো। একমাত্র বুদ্ধিমানরাই এই বিড়ালটিকে খুঁজে পেতে পারেন। আপনি যদি সত্যিই প্যাঁচার মধ্যে লুকানো বিড়াল খুঁজে পেতে চান, তাহলে এই ছবিটি খুব মনোযোগ সহকারে দেখুন। অপটিক্যাল ইলিউশনের Optical Illusion) ছবিটির একটি কোনাও ছাড়বেন না।

navbharat times 99990976

পুরো ছবিটি খুব ভালো করে দেখুন। বিভ্রান্ত হবেন না, তাহলে কিন্তু বিড়ালটিকে খুঁজেও পাবেন না। ইতিপূর্বে বহুবার এই ছবিটি বেশ ভাইরাল হয়েছে। এই ছবিটি ২০১৭ সালে Transcend Thailand নামক একটি ফেসবুক পেজ থেকে পোস্ট করা হয়। কিছু বুদ্ধিমান ব্যক্তি কিন্তু ইতিমধ্যেই ফটোতে বিড়ালটিকে লক্ষ্য করেছেন। আপনিও যদি খুঁজে পেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে তা জানান। বিড়ালটি কোথায় রয়েছে এটা মেনশন করতে ভুলবেন না।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর