বাংলা হান্ট ডেস্ক: বর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে পরাজিত করেছে ভারত (India National Cricket Team)। এমতাবস্থায়, অ্যাডিলেড টেস্টেও জয়ের ধারা অব্যাহত রাখতে চাইবে টিম ইন্ডিয়া। প্রথম ম্যাচে ভারতীয় খেলোয়াড়রা যেভাবে পারফরম্যান্স প্রদর্শন করেছেন তাতে ক্রিকেট অনুরাগীরা আশাবাদী যে দ্বিতীয় টেস্টেও জয়লাভ করবে ভারত। যদিও, সামগ্রিকভাবে বিষয়টি খুব একটা সহজ নয়।
কেমন হবে টিম ইন্ডিয়ার (India National Cricket Team) প্লেয়িং ইলেভেন:
আসলে অ্যাডিলেডে গোলাপী বলের ম্যাচ হবে। পাশাপাশি, ওই টেস্ট ম্যাচটি সম্পন্ন হতে চলেছে দিবা-রাত্রির কন্ডিশনে। এই পরিস্থিতি ভারতের (India National Cricket Team) চেয়ে অস্ট্রেলিয়ার জন্য বেশি মানানসই। তবে, দ্বিতীয় টেস্ট খেলতে নামার আগে ভারতীয় দলের প্লেয়িং ইলেভেন কেমন হবে সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলে। কারণ, অ্যাডিলেড টেস্টে প্লেয়িং ইলেভেনে ভুল হলে বিরাট ক্ষতি হতে পারে টিম ইন্ডিয়ার।
কেমন হবে অ্যাডিলেড টেস্টের প্লেয়িং ইলেভেন: জানিয়ে রাখি যে, অ্যাডিলেডে টিম ইন্ডিয়ার প্লেয়িং ইলেভেনে দু’টি বড় পরিবর্তন হওয়ার কথা রয়েছে। পাডিকালের জায়গায় শুভমান গিল এবং ধ্রুব জুরেলের জায়গায় রোহিত শর্মাকে অ্যাডিলেডে টেস্টে খেলতে দেখা যাবে। কিন্তু টিম ইন্ডিয়া (India National Cricket Team) কি আর পরিবর্তন করবে? অস্ট্রেলিয়া থেকে আসা রিপোর্ট অনুযায়ী, এছাড়া দলে কোনও পরিবর্তন হবে না। যদিও, এটি একটি উদ্বেগজনক খবর হিসেবে বিবেচিত হচ্ছে। বর্তমান প্রতিবেদনে আজ আমরা এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করছি।
আরও পড়ুন: এবার মাটির তলায় ছুটবে বুলেট ট্রেন! তৈরি হচ্ছে আন্ডারগ্রাউন্ড স্টেশন, কবে শুরু হবে সফর?
কেন বাড়ছে উদ্বেগ: রিপোর্ট বিশ্বাস করা হলে, টিম ইন্ডিয়া শুধুমাত্র একজন স্পিনার নিয়ে অ্যাডিলেড টেস্টে মাঠে নামতে পারে। এক্ষেত্রে ওয়াশিংটন সুন্দর আবারও সুযোগ পেতে পারেন প্লেয়িং ইলেভেনে। এটাই সবচেয়ে বড় উদ্বেগের খবর। অ্যাডিলেড পিচে স্পিনারদের দাপট চলে। এমতাবস্থায়, টিম ইন্ডিয়া (India National Cricket Team) যদি শুধুমাত্র ওয়াশিংটন সুন্দরকে নিয়ে মাঠে নামে এবং অন্য কোনও স্পিনার না থাকে, তাহলে ক্ষতি হতে পারে। যদিও টিম ইন্ডিয়ার কাছে নীতীশ রেড্ডির জায়গায় জাদেজাকে সুযোগ দেওয়ার বিকল্প রয়েছে, তবে এটি হওয়া খুব কঠিন বলে মনে হচ্ছে। কারণ নীতীশ রেড্ডি পার্থে দুর্দান্ত ব্যাটিং করার পাশাপাশি ধারালো বোলিং করেছেন।
আরও পড়ুন: আচমকাই হু হু করে সম্পদ কমল মাস্কের! ধনকুবেরদের তালিকায় ঝড় তুললেন আম্বানি, টক্কর দিলেন আদানিও
অ্যাডিলেডে স্পিনারদের রেকর্ড: আসলে অ্যাডিলেড অস্ট্রেলিয়ার একটি মাঠ যেখানে স্পিনারদের দাপট দেখা যায়। এই মাঠে সর্বোচ্চ উইকেট নেওয়া বোলাররা হলেন স্পিনার। এই মাঠে ১৩ ম্যাচে সর্বোচ্চ ৬৩ টি উইকেট নিয়েছেন নাথান লিয়ন। এদিকে, শেন ওয়ার্ন এখানে ১৩ ম্যাচে ৫৬ টি উইকেট নেন। অ্যাডিলেডের বিশেষ বিষয় হল এখানে তৃতীয় দিন থেকেই স্পিনারদের আধিপত্য দেখা যায়, যেমনটা উপমহাদেশে দেখা যায়। এমন পরিস্থিতিতে টিম ইন্ডিয়া (India National Cricket Team) যদি মাত্র একজন স্পিনার নিয়ে মাঠে নামে, তাহলে তা নিঃসন্দেহে উদ্বেগের বিষয় হতে পারে।