স্থগিত হয়ে গেল বিতর্কসভা, অক্সফোর্ডে বক্তব্য রাখা হল না মমতার

বাংলা হান্ট ডেস্ক: কথা ছিল অক্সফোর্ডের ঐতিহ্যশালী বিতর্ক সভায় অংশ নেবেন, বক্তব্য রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো আজ প্রস্তুতিও সারা হয়ে গিয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে এসে স্থগিত হয়ে গেল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিতর্কসভা। বুধবার স্বরাষ্ট্রদফতর থেকে ট্যুইট করে এই কথা জানানো হয়েছে।

বুধবার স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে এক ট্যুইট করে বলা হয়, ‘অক্সফোর্ড ইউনিয়নের বিতর্কসভায় আজ অংশ নেওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু অনিবার্য কারণে তা আয়োজিত হচ্ছে না। পরিবর্তিত সময়সূচী পরে জানানো হবে।’

https://banglahunt.com/wp-content/litespeed/localres/aHR0cHM6Ly9wbGF0Zm9ybS50d2l0dGVyLmNvbS93aWRnZXRzLmpz

আদতে এই বিতর্কসভাটি জুলাই মাসে হওয়ার কথা ছিল। কিন্তু করোনার জন্য তা পিছিয়ে দেওয়া হয়। অবশেষে আজ, ২ ডিসেম্বর ভার্চুয়ালি এই বিতর্কসভা আয়োজনের কথা জানিয়েছিল অক্সফোর্ড কর্তৃপক্ষ। সেই মতো সেখানকার পড়ুয়ারা প্রশ্নও তৈরি করেছিলেন। জমা পরেছিল কয়েক শতাধিক প্রশ্ন। সেখান থেকে কিছু প্রশ্নের জবাব দিতেন মুখ্যমন্ত্রী। কিন্তু তা আর হচ্ছে না।

সম্পর্কিত খবর