অক্সফোর্ডে ভাষণ দেওয়ার জন্য আমন্ত্রণ পেলেন মমতা! জীবনযুদ্ধের গল্প শুনতে চান রাজা তৃতীয় চার্লস

বাংলা হান্ট ডেস্ক: নিউটাউনে দু’দিন ব্যাপী অনুষ্ঠিত হল বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন (BGBS)। ২০২৩-এর বাণিজ্য সম্মেলনে ছিলেন রিলায়েন্স কর্ণধার মুকেশ আম্বানি (Mukesh Ambani), আর দীনেশ, হর্ষ নেউটিয়া, সঞ্জীব পুরী, সঞ্জীব গোয়েঙ্কা-সহ দেশের প্রথম সারির শিল্পপতিরা। আর সেই মঞ্চ থেকে এবার তৃতীয়বার অক্সফোর্ডের আমন্ত্রণ পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই শিল্প সম্মেলনের মঞ্চে আমন্ত্রণ জানানো হয়েছিল অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রফেসর এবং সহ-উপাচার্য জোনাথন মিকিকেও।

মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে হাজির হয়েছিলেন তিনি। সঞ্চালনের দায়িত্বে থাকা মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা এবং অনুষ্ঠানের মডারেটর অমিত মিত্র বক্তব্য রাখার জন্য তাঁকে ডাইসে আসতে বলেন। সেই সময়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজের প্রশংসা করেন জনাথন। এরপরই তাঁকে আগামী জুন মাসে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে আসার জন্য আমন্ত্রণ জানানো হয়।

আরও পড়ুন: মিড-ডে মিল আনতে গিয়ে বিস্ফোরণ! বল ভেবে খেলতে গিয়ে মুর্শিদাবাদে মর্মান্তিক পরিণতি তিন শিশুর

অক্সফোর্ড ইউনিভার্সিটির (Oxford University) প্রফেসর এবং সহ উপাচার্য জোনাথন মিকি বলেন, ‘বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে উপস্থিত হতে পেরে আমি সম্মানিত বোধ করছি। এজন্য বাংলাকে ধন্যবাদ, ধন্যবাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও।’ এরপরই মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনার সঙ্গে দেখা করার সুযোগ পেয়ে আমি দারুণ খুশি। আপনার কাছ থেকে কিছু শিখতে চাই। তাই আপনাকে আমরা সেখানে আমন্ত্রণ জানিয়েছি। আমরা খুশি যে আপনি আমন্ত্রণপত্র গ্রহণ করেছেন এবং প্রতিশ্রুতি দিয়েছেন সেখানে আসবেন। আমরা চাই আপনি আসুন এবং আপনার নিজের কথা বলুন। রাজা তৃতীয় চার্লসও অপেক্ষায় থাকবেন আপনার বক্তব্য শুনতে।’

ambani mamata cm

উল্লেখ্য, এর আগে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তরফে বক্তব্য রাখার জন্য আমন্ত্রণ পেয়েছিলেন মুখ্যমন্ত্রী। ২০২০ সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় ডিবেট সোসাইটি অক্সফোর্ড ইউনিয়নে ভাষণের জন্য আমন্ত্রণ পেয়েছিলেন মমতা। এর আগে ২০১৭ সালেও কেমব্রিজ বিশ্ববিদ্যালয় (Cambridge University) থেকে বক্তব্য রাখার জন্য আমন্ত্রণ পেয়েছিলেন। কিন্তু দু’বারই কোনও কারণে তা সম্ভব হয়নি। তবে তৃতীয়বার এবার নিমন্ত্রণ রক্ষায় মুখ্যমন্ত্রী যাবেন কিনা তা অবশ্য সময়ই বলবে।


Monojit

সম্পর্কিত খবর