বাংলাহান্ট ডেস্কঃ ‘আর মাত্র দুই ঘণ্টার জন্য বেঁচে আছে অক্সিজেন (oxygen)’,- এমন অভিযোগ সামনে আসতেই সঙ্গে সঙ্গেই অক্সিজেন পাঠানো হল দিল্লীর গঙ্গা রাম হাসপাতালে (delhi sir ganga ram hospital)। জানা গিয়েছে, অক্সিজেনের অভাবে গত ২৪ ঘণ্টায় ওই হাসপাতালে চিকিৎসারত ২৫ জন মারা গিয়েছেন এবং ৬০ জন রোগীর জীবন সংকটে রয়েছে।
দেশের করোনার দ্বিতীয় ঢেউ মাথাচাড়া দিতেই অক্সিজেন সংকট দেখা দিয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে হাসপাতালগুলোতে অক্সিজেনের অভাব দেখা দিচ্ছে। এই পরিস্থিতিতে অক্সিজেনের অভাবেও মারা যাচ্ছেন হাসপাতালে চিকিৎসারত রোগীরা। দিল্লীর হাসপাতালগুলোতে অক্সিজেন সংকট ভয়াবহ আকার ধারণ করেছে।
এই পরিস্থিতিতে দিল্লীর স্যার গঙ্গা রাম হাসপাতালের মেডিক্যাল ডিরেক্টর এএনআইকে জানান, ‘গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসারত ২৫ জন রোগী মারা গিয়েছেন। সেইসঙ্গে ৬০ জন রোগীর জীবন সংকটে রয়েছে। এক্ষুণি অক্সিজেন এয়ারলিফ্ট করিয়ে না আনতে পারলে পরিস্থিতি হাতের বাইরে চলে যাবে। ঠিক ভাবে কাজ করছে না ভেন্টিলেটর এবং বাপ্যাপ। আর মাত্র দুই ঘণ্টার জন্য বেঁচে আছে অক্সিজেন’।
এই ঘটনা সামনে আসতেই হইচই পড়ে যায় চারিদিকে। দ্রুতই সেখানে অক্সিজেন পাঠানোর ব্যবস্থা করা হয়। জানা গিয়েছে, অক্সিজেনবাহী ট্যাঙ্কারের ড্রাইভার রাস্তা না চেনার কারণে কিছুটা দেরি হওয়ায় হাসপাতালের কর্মী তাঁকে রাস্তা চিনে আসতে সাহায্য করেন।
অন্যদিকে দিল্লী পুলিশ জানিয়েছে, ‘ডিসট্রেস কল’ করে হাসপাতাল কর্তৃপক্ষ গ্রিন করিডোরের আবেদন করেনি। তা করলে এই বিপত্তিটা আর ঘটত না। পরিস্থিতি সংকটজনক হওয়ায় হাসপাতালে রয়েছেন দিল্লী পুলিশ এবং জেলা প্রশাসনের আধিকারিকরা।