বাংলাহান্ট ডেস্ক : পৃথিবীর (Earth) প্রাণীকুলের কাছে অক্সিজেন (Oxygen) অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান। অক্সিজেন ছাড়া জীবজগতের অস্তিত্ব কল্পনাই করা যায় না। মানুষ থেকে শুরু করে পশু-পাখি, প্রতি সেকেন্ডে বেঁচে থাকার জন্য সবাইকে গ্রহণ করতে হয় অক্সিজেন। জীবজগতে অক্সিজেনের ভারসাম্য বজায় রাখতে প্রধান ভূমিকা পালন করে উদ্ভিদ।
অক্সিজেনের আকাল পড়বে পৃথিবীতে (Earth)
তবে সেই উদ্ভিদের ধ্বংসলীলার মাধ্যমেই সুদূর ভবিষ্যতে নিজের বিপদ নিজেরাই ডেকে আনছে মনুষ্যকুল। সম্প্রতি তোহো বিশ্ববিদ্যালয় এবং নাসার এক বিজ্ঞানী এমন এক তথ্য সামনে এনেছেন যা শুনে রীতিমতো স্তম্ভিত হয়েছে গোটা বিশ্ব। আর বেশি দিন নয়, খুব তাড়াতাড়ি পৃথিবী থেকে নিঃশেষ হয়ে যাবে অক্সিজেন।
আরোও পড়ুন : স্বামীর কিডনি বেচার টাকা নিয়ে বয়ফ্রেন্ডের সাথে পালিয়েছে স্ত্রী! শুনেই জাস্টিস ঘোষ বললেন…
এই দুই বিজ্ঞানীর দাবি, ১০০ কোটি বছরের মধ্যে পৃথিবী (Earth) থেকে অক্সিজেন বিলুপ্ত হয়ে যেতে পারে। নেচার পত্রিকায় এই দুই বিজ্ঞানী তথ্য দিয়ে জানিয়েছেন, পৃথিবীতে বেশকিছু ভান্ডার রয়েছে যেখান থেকে অক্সিজেন তৈরি হয়। সেই ভান্ডারগুলি থেকে অক্সিজেন সরবরাহ হয় গোটা বিশ্বে।
আরোও পড়ুন : হয়ে যান সতর্ক! ১০০ টাকার নোটেও লুকিয়ে রয়েছে “বিপদ”, বড় নির্দেশিকা জারি RBI-র
তবে মানব সভ্যতা যত অগ্রসর হচ্ছে ততই ধ্বংস হচ্ছে সবুজ। এইভাবে চলতে থাকলে আগামী ১০০ কোটি বছরের মধ্যে শ্বাস নেওয়ার জন্য থাকবে না অক্সিজেন। বিজ্ঞানীরা আরো জানিয়েছেন, সেই সময়ে অসহনীয় হয়ে উঠবে সূর্যের তাপ। পৃথিবী পৃষ্ঠে তৈরি হবে বড় বড় ফাটল। কার্বন ডাই অক্সাইডের পরিমাণ যে হারে বৃদ্ধি পাচ্ছে তাতে প্রত্যেকটি মানুষকে কাঁধে অক্সিজেন সিলিন্ডার নিয়ে চলাফেরা করতে হবে আগামীদিনে।
আরো একধাপ এগিয়ে বিজ্ঞানীদের (Scientist) দাবি, কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পেলে ছোট ছোট ব্যাকটেরিয়া জন্ম নেবে পৃথিবীতে (Earth)। সেই সব ব্যাকটেরিয়া বিভিন্ন প্রাণীর দেহে বাসা করতে তৎপর হয়ে উঠবে। হালকা জীবাণুর আক্রমণেও মৃত্যুর কোলে ঢলে পড়বে প্রাণীকুল।