অবিবাহিতদের মাথায় হাত! আর ঘর মিলবে না OYO-তে, সংস্থার নয়া নির্দেশে শুরু তোলপাড়

Published On:

বাংলাহান্ট ডেস্ক : অনলাইন হোটেল বুকিং অ্যাপ OYO বেশ জনপ্রিয় ভারতীয় বাজারে। এই অ্যাপের মাধ্যমে অবিবাহিত দম্পতিরাও ভাড়া নিতে পারেন হোটেলের ঘর। তবে এবার থেকে OYO হোটেল বুকিংয়ের সময় দেখাতে হবে সম্পর্কের প্রমাণপত্র। সেই প্রমাণপত্র দেখাতে না পারলে এন্ট্রি (Entry) মিলবে না হোটেলে।

OYO হোটেল বুকিংয়ের নিয়ম বদল

সংস্থার এহেন  নির্দেশিকা ঘিরে শুরু হয়েছে জোর চর্চা।তবে আপাতত গোটা দেশে নয়, নতুন এই হোটেল বুকিং নিয়ম শুরু হতে চলেছে উত্তরপ্রদেশ মিরাটে। পরবর্তীকালে দেশের বিভিন্ন জায়গায় এই নিয়ম কার্যকর হতে পারে বলেও জানানো হয়েছে সংস্থার তরফে। OYO অধীনে গোটা দেশজুড়ে রয়েছে অসংখ্য ছোট-বড় হোটেল।

Oyo hotels rules for unmarried couple

অবিবাহিত দম্পতিরা এতদিন সেই সব হোটেলে অনায়াসে ভাড়া পেতেন ঘর। অনলাইন বা অফলাইন মাধ্যমে বুকিং করে চেকইন করা যেত ওয়োতে (OYO)।তবে হোটেল বুকিংয়ের ক্ষেত্রে ২০২৫ সাল থেকেই পরিবর্তন আনছে OYO। নতুন নির্দেশিকা জারি করে সংস্থার তরফ থেকে বলা হয়েছে, অনলাইনে যারা হোটেল বুকিং করবেন তাদের সংস্থার ওয়েবসাইটে জমা করতে হবে সম্পর্কের প্রমাণপত্র।

আরোও পড়ুন : নেতাজি যা পারেননি, করে দেখিয়েছেন মমতা! কুণালের মন্তব্যে শুরু রাজনৈতিক তরজা

এই একই নিয়ম কার্যকর হবে অফলাইন বুকিংয়ের ক্ষেত্রেও। তবে কেন হঠাৎ করে নিজেদের বুকিং নিয়মের ক্ষেত্রে পরিবর্তন আনছে সংস্থা? সংস্থা জানাচ্ছে, অবিবাহিত দম্পতিদের জন্য হোটেলের দরজা উন্মুক্ত করে দেওয়ায় আপত্তি উঠছে সমাজের বিভিন্ন স্তর থেকে। মিরাট শহর থেকে বিপুল পরিমাণ আপত্তি এসেছে সংস্থার কাছে।

আরোও পড়ুন : সাবর্ণ রায়চৌধুরী বাড়িতে চারদিন ব্যাপী সঙ্গীত সম্মেলন, সুরেলা সন্ধ্যায় মোহাবিষ্ট শ্রোতারা

অবিবাহিত যুগলদের (Unmarried Couple) এভাবে হোটেল (Hotel) ভাড়া দেওয়া মোটেও ভালোভাবে নিচ্ছে না সমাজের একাংশ। তাই সর্বস্তরের ভাবনাকে সম্মান জানিয়ে নিজেদের পলিসি পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সংস্থা।  উত্তরাঞ্চলের প্রধান পবন শর্মা বলেন, “আমরা প্রত্যেক নাগরিকের সুরক্ষা, সম্মান রক্ষায় বদ্ধপরিকর।”

Oyo hotels rules for unmarried couple.

তিনি আরো জানান, “যেমন সকলের স্বাধীনতা রক্ষা করা আমাদের কাজ, তেমনই কারও ভাবাবেগে আঘাত না লাগে, সেই দায়িত্বও আমাদের। তাই এনিয়ে সমাজের কোনও স্তরে কোনও আপত্তি উঠলে, তা গুরুত্ব সহকারে খতিয়ে দেখতে হবে। আমরা নিজেদের নীতি নিয়ে আলোচনা করি, বারবার সংস্কারও করে থাকি। এটা তারই অংশ।”

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X