‘গোয়ায় তৃণমূলের কোন সংগঠন নেই, কংগ্রেসই হারাবে বিজেপিকে’, মমতার সফরের আগেই আক্রমণ চিদম্বরমের

বাংলাহান্ট ডেস্কঃ জাতীয় স্তরে দলকে এগিয়ে নিয়ে যেতে বৃহস্পতিবারই গোয়ায় পা রাখতে চলেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কিন্তু তাঁর আগেই তৃণমূলকে বিঁধলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা পি চিদম্বরম (P Chidambaram)। গোয়ায় আবারও কংগ্রেসের সরকারই ফিরবে বলে আশাবাদী তিনি।

গোয়ায় এআইসিসির (AICC) প্রধান পর্যবেক্ষক তথা প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রীর মতে, ‘গোয়ায় কংগ্রেসই একমাত্র বিজেপিকে হারানোর জন্য উপযুক্ত, এমনটাই আমি মনে করি। কংগ্রেস এককভাবেই আবারও জয় আনতে পারবে বলেই আশাবাদী। তবে ছোটখাটো কোন দল চাইলে, তাঁদের জন্য কিছু আসন ছেড়ে দিতে পারি আমরা। আর তৃণমূল তপ একটা প্রান্তিক শক্তি এখানে,ওদের কোন সংগঠন বা কর্মী নেই’।

4lpfgd28 p chidambaram pti

তিনি আরও বলেন, ‘বাংলা থেকে পরিচালনা করে, গোয়ায় তৃণমূলকে চাপিয়ে দেওয়া হচ্ছে। তবে জানি না কি উদ্দেশ্য নিয়ে তৃণমূল গোয়ার রাজনীতিতে প্রবেশ করছে আর দলভাঙ্গনে উৎসাহ দিচ্ছে। লুইজিনহো ফেলারিওর (Luizinho Faleiro) জন্য খারাপ লাগলেও, তাঁর দলত্যাগের ফলে কংগ্রেসে কোন প্রভাব পড়বে না। এমনকি ওঁর বিধানসভা কেন্দ্রের মানুষও এটা মেনে নিতে পারেনি। তাই এবার ওই কেন্দ্রে আমার শক্তিশালী প্রার্থী দিয়ে জয়লাভ করে দেখাব’।

Goa TMC poster

প্রসঙ্গত, ত্রিপুরার পর টার্গেট এখন গোয়া (goa)। সর্বভারতীয় স্তরে তৃণমূলের মহিমা প্রচার করতে, এবার গোয়াকে লক্ষ্যস্থির করেছে সবুজ বাহিনী। সেইমর্মে আগামী ২৮ শে অক্টোবর অর্থাৎ বৃহস্পতিবারই গোয়া সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee)। ইতিমধ্যেই পুজোর মধ্যে সেখানে একটি দফতরও খুলে ফেলেছে মমতার বাহিনী। চলছে মানুষকে একত্রিত করার কাজও। আর তাঁর এই সফরকে ভীষণই তাৎপর্যপূর্ণ বলেও মনে করছে বিশেষজ্ঞ মহল।


Smita Hari

সম্পর্কিত খবর