অদৃষ্টের বিরম্বনা নাকি কর্মফল? লাগাতার কারাবাস চিদম্বরমের, নীরব রাহুল কংগ্রেস!

 

বাংলা হান্ট ডেস্ক ঃ পশ্চিমবঙ্গে সিবিআই হানা প্রথম নয় মদন মিত্র থেকে আরম্ভ করে কুণাল ঘোষ একের পর এক জেরার মুখোমুখি হয়েছিলেন। সামিউল’এর আশ্চর্যজনকভাবে গোপন ক্যামেরার তথ্যচিত্র ফাঁস হয়ে যাওয়ার পর এই ব্যাকফুটে চলে গিয়েছে তৃণমূল সরকার। কিন্তু যখনই তাদের কোন নেতা মন্ত্রী কে ডেকেছে তখনি গরজে উঠেছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কখনো বা ধরনায় বসেছেন। কখনো শুনেছেন কখনো সিবিআই আধিকারিকদের নিগ্রহের ঘটনা ঘটিয়েছে। দিন যত বদলেছে ঘটনা গতিপ্রকৃতি মোড় নিয়েছে। অন্যদিকে কিন্তু কংগ্রেসের হেভিওয়েট নেতা পি চিদাম্বরম জেলে গিয়েছেন কংগ্রেসের কাছে এই বিষয়টি নিয়ে যেন সাপের ব্যাঙ খাওয়ার মত। হ্যাঁ, শুধু এই বিষয়টি নজর কাড়ছে তাদের কাছে। অন্য একটি বিষয় এ প্রসঙ্গে একের পর এক সিবিআইই হানা নিয়ে মুখ খুলেছে তৃণমূল সরকার। অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রী অজানা কারণে তারা নিশ্চুপ হয়ে গিয়েছে। সাময়িক সময়ের জন্য তো মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বারবার তার আঙ্গুল তুলেছেন কেন্দ্রের বিরুদ্ধে। রাজনৈতিক প্রতিহিংসার কারণ দেখিয়ে। এবার পালা চিদাম্বারামের।

IMG 20191023 161208

আই এন এক্স মিডিয়া সংক্রান্ত সিবিআইয়ের দায়ের করা মামলায় জামিন পেলেন দেশের প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম। তিনি জামিন পেলেও তাঁর বন্দিদশা এখনি কাটছে না। এখন তাকে এই একি মামলায় আর এক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি হেফাজতে থাকতে হবে।

আদালত থেকে পাওয়া খবর অনুসারে, এক লাখ টাকার ব্যক্তিগত বন্ড ও জিজ্ঞাসাবাদের সহযোগিতা করার শর্তে জামিন পেয়েছেন তিনি। যদিও এখনও ২৪ অক্টোবর পর্যন্ত ইডি হেফাজতে থাকতে হচ্ছে তাঁকে।

সম্পর্কিত খবর