মহুয়ার আহ্বানের পর বড় মন্তব্য চিদম্বরমের, গোয়ায় তৃণমূল-কংগ্রেসের জোট নিয়ে জল্পনা

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ সম্প্রতি গোয়ার কংগ্রেসের উদ্দেশ্যে এক আহ্বান করেছিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)। এবার সেই আহ্বানে সাড়া দিলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা পি চিদম্বরম (P Chidambaram)। সেইসঙ্গে কিছু মন্তব্য করলেন গোয়া প্রদেশ কংগ্রেসের সভাপতি গিরিশ চডঙ্করও।

শুক্রবার ট্যুইটারে একটি পোস্ট করে ঝড় তুলে দিয়েছিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তাঁর করা পোস্ট নিয়ে রীতিমত হইচই পড়ে গিয়েছিল রাজনৈতিক মহলে। ট্যুইটারে লিখেছিলেন, ‘দেওয়া কথা রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর গোয়ায় বিজেপিকে হারাতে, যা যা করণীয় সব করবে তৃণমূল। অতিরিক্ত মাইল হাঁটতেও লজ্জা পাবে না সবুজ শিবির’।

শুধু এমন ট্যুইট করেই থেমে যাননি তৃণমূল সাংসদ। সেইসঙ্গে গোয়া ফরোয়ার্ড পার্টি, মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টি এবং কংগ্রেসকেও সেখানে জুড়ে নিয়েছেন। বিজেপিকে হারানোর বিষয়ে, তাঁদের সঙ্গও পাওয়ার জন্যই কি এমন পোস্ট করেছিলেন তৃণমূল সাংসদ- এই নিয়ে উঠেছিল প্রশ্ন।

এবার এই বিষয়ে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন গোয়া কংগ্রেসের পর্যবেক্ষক তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা পি চিদম্বরম। তিনি বলেন, ‘গোয়ায় কংগ্রেস একাই বিজেপিকে হারাতে পারবে, কংগ্রেসই হল এখানে বিজেপির প্রধান বিরোধী শক্তি। তবে কেউ যদি বিজেপিকে হারানোর জন্য আমাদেরকে সমর্থন করেন, তাহলে আমরা না কেন বলব?’

তিনি আরও বলেন, ‘জোট নিয়ে তৃণমূলের দেওয়া বার্তা সংবাদপত্রে পড়েছি। তবে এখন দেখার সরকারি ভাবে কি খবর আসে’।

অন্যদিকে গোয়া প্রদেশ কংগ্রেসের সভাপতি গিরিশ চডঙ্কর বলেন, ‘কংগ্রেস না বিজেপি, তৃণমূলকে আগে নিজের প্রধান শত্রুকে ঠিক করতে হবে। প্রথম থেকেই গোয়ায় কংগ্রেসকে আক্রমণ করছে আর নেতা ভাঙিয়ে নিয়ে যাচ্ছে। প্রধান শত্রুটা কে, সেটা আগে ওদের ঠিক করতে হবে’।

সম্পর্কিত খবর

X