জেলাতংক চিদাম্বরমের অবস্থা দেখেই কি CBI এড়াচ্ছে রাজীব কুমার!

 

বাংলা হান্ট ডেস্ক : আই এন এক্স মিডিয়া মামলায় একুশে আগস্ট পি চিদাম্বরমের কে গ্রেপ্তার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। এর পরেই হাইকোর্টে আবেদন করেছিলেন। কিন্তু আদালতের নির্দেশেই 3 অক্টোবর পর্যন্ত তিহার জেলে থাকার নির্দেশ দিয়েছে। এই মামলায় ৩০৫ কোটি টাকা অবৈধ লেনদেনের অভিযোগ উঠেছিল এই প্রাক্তন প্রভাবশালী কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে।

গ্রেপ্তারি ঘটনাকে কংগ্রেস রাজনৈতিক প্রতিহিংসার হিসেবে দেখছে। এদিকে পশ্চিমবঙ্গে ও সিবিআই হানা অব্যহত। নারোদা সারদা রোজভ্যালি কাণ্ডে লাগাতার হানার ফলে তৃণমূলের নেতা নেত্রী আতশ কাচের তলায় রয়েছেন।

আগে মদন মিত্র থেকে কুণাল ঘোষ সকলকে এই জেলের গন্ডি পেরিয়ে আসতে হয়েছে। এমত অবস্থায় মির্জাকে ও সিবিআই গ্রেপ্তার করেছে। অবশেষে বাকি থাকল রাজীব কুমার। যিনি এখনো সিবিআই ধরাছোঁয়ার বাইরে তার জন্য সেনা পঠানোর কথা ভাবছে সিবিআই।

P. Chidambaram l pti

এদিকে কি কারণে রাজীব কুমার আইনের চোখে ধুলো দিয়ে বারবার আড়াল করবার চেষ্টা করছেন? বিরোধীদের মন্তব্য হিমালয়ের হিম হিমশৈল এর চূড়া মাত্র । কান টানলে নাকি মাথা আসে এমন ধরনের বক্র বাক্য শোনা যাচ্ছে অনেকের মুখে। তবে তাকে ধরলেই নাকি অনেক তথ্য ফাঁস হয়ে যেতে পারে এমনও শোনা যায়। প্রশ্ন হচ্ছে আইনের শাসন থাকতে কি করে এভাবে করে সিবিআইয়ের জেরা বারংবার এড়িয়ে যেতে পারে? এর পিছনে কি কোনো প্রভাবশালী রাজনৈতিক মদত রয়েছে? নাকি অন্য কোন ব্যাপার রয়েছে?

সম্পর্কিত খবর