বাংলা হান্ট ডেস্ক : রাজনীতির পাশাবাদল! আর এই পাশাবদল খেলায় নাম লিখিয়েছে তৃণমূল। ফের বাংলায় নারী বিদ্বেষী, বাংলা বিদ্বেষী তকমা পাওয়া ভোজপুরি গায়ক পবন সিংকে (Paban Singh) আমন্ত্রণ। তবে এবার আমন্ত্রণ বিজেপি থেকে নয় বরং শাসকদল তৃণমূলের তরফ থেকে আমন্ত্রণ পেলেন বিহার কা লাল, ভোজপুরি গায়ক পবন সিং (Paban Singh)।
পবন সিংকে (Paban Singh) আমন্ত্রণ
যার জেরে রাজনৈতিক মহল রীতিমতো স্বরগরম। বাংলা পক্ষ থেকে শুরু করে বিজেপি সকলেই শাসক দলকে ধুয়ে দেওয়ার বিশেষ সুযোগ পেয়েছে। একেই পবন সিংকে (Paban Singh) নিমন্ত্রণ করে জামুড়িয়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক হরেরাম সিং বিতর্কে উঠে আসেন এরই মাঝে তার বিশেষ মন্তব্য বিতর্কের জল আরো ঘোলা করেছে।
হরে রাম সিংয়ের মন্তব্য:
সম্প্রতি সমাজমাধ্যমে পবন সিং একটি ভিডিও পোস্ট করেন। যেখানে তিনি সগর্বে জানিয়েছেন বাংলায় খুব শীঘ্রই তাঁর পদধূলি পড়তে চলেছে। আর আমন্ত্রণ পেয়েছেন তৃনমূলের বিধায়ক তথা স্বনামধন্য হরে রাম সিংয়ের কাছ থেকে। এই খবর চাউর হতেই বাংলা পক্ষর সম্পাদক গর্গ চট্টোপাধ্যায় মন্তব্য করে শাসক দলের থোঁতা মুখ ভোঁতা করে দিয়েছে।
এই আবহে পবন সিংয়ের পক্ষ নিয়ে হরে রাম সিং বিশেষ মন্তব্য করেন। তাঁর মতে, “শিল্পীর কোনো গণ্ডি হয় না।” অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন, পবন সিংকে ডেকে কোন ভুল কাজ করেন নি। কারণ পবন সিং ভোজপুরী গায়ক হলেও, তিনিও শিল্পী। তাই শিল্পীর কোনো মাপকাঠি হয় না।
আরও পড়ুন : ‘অনেক হয়েছে, আর নয়’! আইনি পদক্ষেপ নিতে হবে! এবার কড়া ‘অ্যাকশনে’র নির্দেশ মুখ্যমন্ত্রীর
উল্টোদিকে দুর্গাপুরের বিজেপির বিধায়ক লক্ষণ ঘোড়ুই এই নিয়ে মন্তব্য করেছেন যে, “পবন সিংয়ের গান নিয়েই প্রতিবাদে নেমেছিল তৃণমূল। এখন তাঁকেই গায়ক হিসেবে নিয়ে আসছেন ওদের নেতা। এটাই তৃনমূলের সংস্কৃতি।” যদিও বিজেপি বিধায়কের কথায় বিন্দুমাত্র ভুল কিছু দেখা যাচ্ছে না।
এই কয়েকমাস আগের কথাই রিভার্স করুন না। বাংলা জুড়ে তখন চলছে ২৪-এর লোকসভা ভোটের প্রস্তুতি। সেইসময় বিজেপি পশ্চিমবঙ্গের আসানসোল লোকসভা থেকে প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছিল গুজরাটি গায়ক পবন সিংকে। তখন শাসকদল তৃণমূল পবন সিংকে প্রার্থী হতে দেবেন না বলে কম রঙ্গ-তামাশা করেনি। কিন্তু মাস কয়েকের মাথায় হুলিয়া বদল।
এদিকে সবুজ বাহিনীকে উঠতে বসতে বিতর্কর শিকার হতে হচ্ছে। একের পর এক চোখাচোখা বাক্যবান ধেয়ে আসছে শাসকদলের বিরুদ্ধে। অর্থাৎ পবন সিংকে নিমন্ত্রণ করেই TMC যে নিজের সাড়ে সর্বনাশ ডেকে এনেছে তা তো স্পষ্ট, সেই সাথে সাফাই দিতেও পিছু পা হটছে না তারা।