অনেক হল দিঘা-পুরী! শীতের ছুটিতে ঘুরে আসুন পাহাড়ের এই সুন্দর গ্রামে, হারিয়ে যাবেন প্রকৃতির কোলে

বাংলাহান্ট ডেস্ক : শীত পড়ে গেছে। আর কিছুদিন পর থেকে বাচ্চাদের বড়দিনের ছুটিও শুরু হয়ে যাবে। বাঙালির কাছে ছুটি কাটানোর জন্য প্রিয় ডেসটিনেশন দীঘা, পুরী কিংবা দার্জিলিং। কিন্তু সব সময় তো এই একই জায়গায় যেতে কারোর ভালো লাগেনা। তাই আপনাদের এমন একটি অফবিট জায়গার আজ সন্ধান দেবো যা অনেকেরই অজানা। পাহাড়ের কোলে এই সুন্দর গ্রামটি এবারের শীতে আপনার প্রিয় ডেস্টিনেশন হয়ে উঠতে পারে। ছবির মত সুন্দর এই পাহাড়ি গ্রামে গেলে আপনার মন মিশে যাবে পাহাড়ী ঝর্ণা ও নিস্তব্ধতার এক স্বর্গ রাজ্যের সাথে।

ছোট্ট এই গ্রামের নাম পাবং । কালিম্পং থেকে এই গ্রামের দূরত্ব মাত্র ২৫ কিলোমিটার। আপনি যদি কালিম্পং এর দিকে ঘুরতে যান তাহলে টুক করে ঘুরে আসতেই পারেন এই গ্রাম থেকে। চারখোলে অনেকেই ঘুরতে যাই। চারখোলে ঘোরার জন্য অনন্য এক জায়গা। আপনাদের বলে রাখি পাবং গ্রামটি চারখোলে থেকে মাত্র ৩ কিলোমিটার দূরত্বে অবস্থিত। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় সাড়ে চার হাজার মিটার উঁচু এই গ্রামের উচ্চতা। আপনিও যদি ভিড় থেকে দূরে নিজের মতো করে সময় কাটাতে চান পাহাড়ের কোলে তাহলে এই শীতে একবার ঘুরে আসতেই পারেন পাবং থেকে।

তবে আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে এই গ্রামটিতে দেখার মত কি কি আছে? এই গ্রাম থেকে আপনি দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘা। এছাড়াও এখানকার রাস্তা, পাখিদের কিচমিচ, বাহারি গাছপালা আপনাকে এক মুহূর্তের জন্য মনে করিয়ে দেবে আপনি হয়তো পৌঁছে গিয়েছেন স্বপ্নের স্বর্গে।

Pabang

এছাড়াও এই গ্রাম থেকে অন্যান্য কিছু টুরিস্ট ডেস্টিনেশন, যেমন চারখোলে গ্রাম, লাভা, রিশপ, লোলেগাঁওতেও ঘুরে আসতে পারবেন। বাগডোগরা এই গ্রামটির নিকটতম বিমানবন্দর। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকেও এই গ্রামে যাওয়া যায়। বিমানবন্দর বা রেলওয়ে স্টেশনের সামনে থেকে গাড়ি ভাড়া করে আপনি সহজেই এই গ্রামে পৌঁছাতে পারেন।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর