উত্তাল ওপার বাংলা! পুজোয় কী পদ্মার ইলিশের স্বাদ পাবে এপারের বাঙালিরা? বাংলাদেশ যা বললো…

বাংলাহান্ট ডেস্ক : শেখ হাসিনার (Sheikh Hasina) পদত্যাগের পর এখনো অশান্ত বাংলাদেশ (Bangladesh)। সে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় প্রতিমুহূর্তেই আসছে নানান ধরনের অশান্তির খবর। কিছুদিন আগেই নোবেল জয়ী ডক্টর ইউনুসের নেতৃত্বে শপথ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। ইতিমধ্যেই সেই সরকার নিজেদের কাজ শুরু করেছে।

পুজোয় কী এবার পদ্মার ইলিশ (Ilish) ঢুকবে পশ্চিমবঙ্গে ?

তবে সব দিক গুছিয়ে উঠতে এখনো কিছুটা সময় লাগবে। অন্যদিকে, আর কয়েক মাস পর অর্থাৎ অক্টোবরে বাঙালির শারদৎসব শুরু হবে। এই পরিস্থিতিতে অনেক ভোজন রসিকের মনে প্রশ্ন উঠতে শুরু করেছে দুর্গাপুজোয় কি তাদের পাতে পড়বে পদ্মার ইলিশ (Ilish)? রবিবার এই বিষয়টি নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রাণি ও মৎস উপদেষ্টা ফরিদা আখতার।

   

আরোও পড়ুন : বিরাট সুখবর! মাত্র ৪৫০ টাকায় পাওয়া যাবে LPG সিলিন্ডার! এক ঘোষণায় খুশির হাওয়া রাজ্যে

বাংলাদেশের গণমাধ্যম সূত্রে পাওয়া খবর অনুযায়ী, ফরিদা আখতার জানিয়েছেন, ইলিশ (Ilish) মাছ আগে পাবে তার দেশের মানুষ। প্রতিবছর শেখ হাসিনা দুর্গা পুজোর আগে ভারতে ইলিশ (Ilish) রপ্তানির অনুমতি দিতেন। তারফলে উৎসবের মরশুমে পদ্মার ইলিশের গন্ধে ভরে উঠত এপার বাংলার অলি-গলি। শেখ হাসিনা গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে চলে আসেন ভারতে (India)। 

আরোও পড়ুন : Optical Illusion: ‘ঝুমকা’র মাঝেই লুকিয়ে আছে ‘ঠুমকা’! বড় বড় পন্ডিতরাও গলদঘর্ম হবেন খুঁজে পেতে

হাসিনার ছেলে দাবি করেছেন, ইস্তফা দেননি শেখ হাসিনা। হাসিনা পুত্রের এই বক্তব্যের পর থেকে উত্তাল বাংলাদেশ। বাংলাদেশের মৎস্য রপ্তানিকারকেরা তারপর জানান, এবারের পুজোয় ভারতে পদ্মার ইলিশের (Ilish) রপ্তানির সম্ভাবনা খুব কম। তাদের সেই আশঙ্কাই অবশেষে সত্যি হল। মৎস উপদেষ্টা ফরিদা আখতার রবিবার নিজের দপ্তরে বসেই বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছিলেন।

Import of fish from Bangladesh to the state is stopped.

সেই সময় তাকে পশ্চিমবঙ্গে (West Bengal) ইলিশ (Ilish) রপ্তানির বিষয়ে প্রশ্ন করা হয়। সাংবাদিকের প্রশ্ন শুনে খানিকটা বিরক্ত হন ফরিদা। তিনি বলেন, এত প্রেম কীসের ভারতের সাথে? দেশবাসী ইলিশ (Ilish) পাবে না আর বিদেশে ইলিশ রপ্তানি হবে? সেটা হবে না। আগে গুরুত্ব দিতে হবে নিজের দেশকে। তারপর রপ্তানি করা হবে। ব্যবস্থা করতে হবে যাতে দেশের মানুষ সস্তায় ইলিশ মাছ পান।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর