রাত পোহালেই খুশীর খবর! মৎস্যপ্রেমীদের পাতে পড়বে পদ্মার ইলিশ, কততে বিকোবে রূপালী শস্য?

বাংলাহান্ট ডেস্ক : গোটা বছর বাঙালি অপেক্ষা করে থাকে পদ্মার ইলিশের। ইলিশের সাথে বাঙালির প্রেমের সম্পর্ক নতুন নয়। তবে সেই ইলিশ যদি পদ্মার হয় তাহলে তো কথাই নেই। এ বছরও বহুদিন ধরে বাঙালি অপেক্ষায় ছিল কবে পদ্মার ইলিশ (Ilish) এসে পৌঁছাবে এপার বাংলায়। অবশেষে বাঙালির সেই আশা পূরণ হতে চলেছে।

জানা যাচ্ছে আজ রাতেই ওপার বাংলা থেকে ইলিশ এসে পৌঁছাবে এপার বাংলায়। সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল থেকেই কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার বাজারগুলিতে শুরু হয়ে যাবে ইলিশ বিক্রি। তবে, কত দামে রূপালী শস্য বিক্রি হবে সেই বিষয়ে অবশ্য নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। বেশ কিছুদিন ধরেই মেঘলা বাংলার আকাশ।

আরোও পড়ুন : এক টিকিটেই মিলল কাঁড়ি কাঁড়ি টাকা! সকালের কাটা লটারিতে বিকেলেই কোটিপতি হলেন নাপিত

বর্ষা গিয়েও যেন যায়নি। রেখে গেছে তার শেষ আভাটুকু। শেষের কবিতার মতো এবার সেই বর্ষার আভায় যোগ হতে চলেছে পদ্মার ইলিশ। বর্ষার একেবারে শেষ লগ্নে এসে পৌঁছাচ্ছে ওপার বাংলার ইলিশ। কিন্তু তাতে কী? উৎসবের আগে যে বাঙালির পাতে ইলিশ পড়বে এটা ভেবেই পুলকিত বাঙালি খাদ্য সমাজ।

আরোও পড়ুন : অচিরেও বদলে গেল ছোটদের টিকিটের নিয়ম, ব্যাপক লক্ষ্মীলাভ রেলেরও! ফাঁস RTI-তে

জানা যাচ্ছে ইতিমধ্যেই এগ্রিমেন্ট ও ট্রেড লাইসেন্স সংক্রান্ত জটিলতা কেটে গেছে। আজ রাত থেকেই ওপার বাংলা থেকে ইলিশ এসে পৌঁছাবে কলকাতায়। রান্না পুজোর ঠিক আগে ওপার বাংলা থেকে ইলিশ ঢোকার কথা ছিল কলকাতায়। বিশ্বকর্মা পুজো ছিল ১৮ই সেপ্টেম্বর। কিন্তু সেদিন বাজারে গিয়ে অনেকেই হতাশ হয়ে ফিরে এসেছিলেন। 

এরপর গণেশ পুজোর দিনও অনেকে বাজারে গিয়েছিলেন পদ্মার ইলিশের সন্ধানে। কিন্তু দেখা মেলেনি চির প্রতীক্ষিত এই রূপালী শস্যর। কিন্তু অবশেষে এগ্রিমেন্ট সংক্রান্ত জটিলতা কেটে যাওয়ায় আজ রাতেই বঙ্গমুখী হচ্ছে বাংলাদেশের ইলিশ। ২১ থেকে ২৫টি কনসাইনমেন্টে ৭০ জন ভারতীয় আমদানিকারক নিয়ে আসবেন পদ্মা-মেঘনার ইলিশ।

ilish

জানা যাচ্ছে এ বছর ওপার বাংলা থেকে এপার বাংলায় আসতে চলেছে ৩৫০০ থেকে ৪০০০ মেট্রিক টন পদ্মার ইলিশ। এই ইলিশ ভাইফোঁটা পর্যন্ত মিলবে বাংলার বাজারে। এ বছর বাংলাদেশ সরকার বাংলাদেশ থেকে ভারতে ৫০০০ মেট্রিক টন ইলিশ রপ্তানি করার অনুমোদন দিয়েছে। এই পরিমাণ ইলিশের মধ্যে দেশের অন্যান্য প্রান্তে যাবে ৮০০ থেকে ১০০০ টন ইলিশ।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর