সারেগামাপা জিতেই মালামাল, একটা গাড়ির পর এবার দ্বিতীয় গাড়িও কিনে ফেললেন পদ্ম পলাশ!

বাংলাহান্ট ডেস্ক: পদ্ম পলাশের (Padma Palash) নাম এখন পৌঁছে গিয়েছে ঘরে ঘরে। সারেগামাপা জেতার পর তাঁর কীর্তনের ভক্ত সংখ্যা বেড়েছে আরো। অবশ্য শুধু কীর্তন নয়, সব ধরণের গান গেয়েই নিজেকে প্রমাণ করেছেন তিনি। বিজয়ীর তকমাও নিজের যোগ্যতাতেই অর্জন করেছেন পদ্ম পলাশ। এবার আরো এক স্বপ্ন সত্যি করে ফেললেন তিনি। নতুন গাড়ি কিনলেন পদ্ম পলাশ।

সারেগামাপার বিজয়ী হওয়ায় ঢালাও পুরস্কার পেয়েছিলেন পদ্ম পলাশ এবং অস্মিতা। মোটা অঙ্কের আর্থিক পুরস্কার তো বটেই, একটি নতুন ঝাঁ চকচকে গাড়ির মালিকও হয়েছিলেন। এবার ফের একটি নতুন গাড়ি যুক্ত হল তাঁর সংগ্রহে। তবে এই গাড়িটি নিজের রোজগারের টাকায় কিনেছেন তিনি। তাই অনেকটাই বেশি স্পেশাল।

padma palash saregamapa

নতুন গাড়ির ছবি শেয়ার করে পদ্ম পলাশ লিখেছেন, পরিবারের এই সদস্যের আগমনের অপেক্ষায় ছিলাম। ইনোভা ক্রিস্টা। এটা পাওয়া উপহার নয়। এটা আমার নিজের কেনা।’ সাত আসনের এই টয়োটা গাড়ির দাম প্রায় ১৮ লক্ষ টাকা। পদ্ম পলাশের স্বপ্ন পূরণে খুশি নেটিজেনরাও। তাঁকে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন নেটনাগরিকরা।

প্রসঙ্গত, পদ্ম পলাশের জয় নিয়ে বেশ বিতর্কও তৈরি হয়েছিল। অনেকেই দাবি করেছিলেন, শোতে ইচ্ছা করে জেতানো হয়েছে তাঁকে। আসলে পণ্ডিত অজয় চক্রবর্তীর ছাত্র তিনি। তাই অনেকেই অভিযোগ করেছিলেন, অতিরিক্ত সুবিধা পেয়েছেন পদ্ম পলাশ। যোগ্য বিজয়ী ছিলেন অ্যালবার্ট কাবো।

বিষয়টা নিয়ে মুখ খুলেছিলেন পদ্ম পলাশ নিজেও। তিনি জানিয়েছিলেন, ২০১৫ থেকে পণ্ডিত অজয় চক্রবর্তীর কাছে গান শিখছেন তিনি। কিন্তু পণ্ডিতজি যে সারেগামাপায় গুরুজির আসনে রয়েছেন তা তিনি জানতেনই না, দাবি পদ্ম পলাশের। আবার তিনি এও জানিয়েছিলেন, তিনি যে কীর্তন গান সেটাও নাকি গুরুজি জানতেন না। সারেগামাপায় তাঁকে প্রথম বার দেখে প্রশংসা করেছিলেন পণ্ডিত অজয় চক্রবর্তী।

পদ্ম পলাশ স্পষ্ট জানইয়েছিলেন, সারেগামাপার বিচারক শান্তনু মৈত্র, শ্রীকান্ত আচার্য, রিচা শর্মারা তাঁর ব্যক্তিগত ভাবে পরিচিত নন। গুরুজির ছাত্র হিসাবে কোনো অতিরিক্ত সুবিধা পাননি তিনি, তাঁর যোগ্যতা অনুযায়ী বিচার করা হয়েছে। জি বাংলায় কোনো নেপোটিজম হয় না, স্পষ্ট কথা বলেছিলেন পদ্ম পলাশ।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর