মনোনীত করেছেন জো বাইডেন! বিশ্ব ব্যাঙ্কের প্রেসিডেন্ট হতে পারেন পদ্মশ্রী অজয় বাঙ্গা, জানুন তাঁর পরিচয়

বাংলা হান্ট ডেস্ক: এবার বিশ্ব ব্যাঙ্কের (World Bank) নতুন প্রেসিডেন্ট হিসেবে অজয় ​​বাঙ্গাকে মনোনীত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden)। এতদিন এই দায়িত্ব পালন করেছিলেন ডেভিড ম্যালপাস। এদিকে, ৬৩ বছর বয়সী বাঙ্গা বর্তমানে ইক্যুইটি ফার্ম জেনারেল আটলান্টিকের ভাইস-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি, মাস্টারকার্ডের (Mastercard) প্রাক্তন সিইও ছিলেন বাঙ্গা। গত বৃহস্পতিবার হোয়াইট হাউসের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, বিশ্ব ব্যাঙ্কের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস মেয়াদ শেষ হওয়ার এক বছর আগেই আচমকাই ইস্তফার ঘোষণা করেছিলেন। এমন পরিস্থিতিতে ইন্দো-আমেরিকান ব্যবসায়ী অজয় ​বাঙ্গাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্বের জন্য মনোনীত করেছে আমেরিকা। উল্লেখ্য যে, বর্তমানে ব্যাঙ্ক পরবর্তী প্রেসিডেন্টের জন্য প্রার্থীদের মনোনয়ন নিচ্ছে। এই প্রক্রিয়াটি আগামী ২৯ মার্চ ২০২৩ পর্যন্ত চলবে।

জানিয়ে রাখি যে, বিশ্ব ব্যাঙ্কের প্রেসিডেন্ট সাধারণত মার্কিন রাষ্ট্রপতি দ্বারা মনোনীত হন। অপরদিকে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রধান সাধারণত একজন ইউরোপিয় হয়ে থাকেন। এমন পরিস্থিতিতে বিশ্ব ব্যাঙ্কের প্রেসিডেন্ট হিসেবে অজয় বাঙ্গার নাম আরও জোরালো হচ্ছে। উল্লেখ্য যে, আমেরিকা দ্বারা মনোনীত অজয় ​​বাঙ্গা এর আগে বিখ্যাত ক্রেডিট কোম্পানি মাস্টারকার্ডের সিইও ছিলেন। তবে, বর্তমানে তিনি ইক্যুইটি ফার্ম জেনারেল আটলান্টিকের ভাইস চেয়ারম্যানের পদে আসীন রয়েছেন। এর পাশাপাশি নেদারল্যান্ডসের স্থিত বিনিয়োগ হোল্ডিং কোম্পানি Exor-এর চেয়ারম্যানও রয়েছেন অজয়।

অজয় বাঙ্গার পরিচিতি: উল্লেখ্য যে, বাঙ্গার পরিবারের সদস্যরা পাঞ্জাবের জলন্ধরে থাকেন। ১৯৫৯ সালের ১০ নভেম্বর পুণের খাডকি ক্যান্টনমেন্টে এক শিখ পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। তাঁর বাবা হরভজন সিং বাঙ্গা ভারতীয় সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট-জেনারেল। অজয় বাঙ্গা দিল্লির সেন্ট স্টিফেন কলেজ থেকে বিএ অনার্স (অর্থনীতি) করেন। এরপর তিনি আইআইএম আহমেদাবাদ থেকে ম্যানেজমেন্ট নিয়েও পড়াশোনা করেন।

পড়াশোনা শেষ করার পর, বাঙ্গা নেসলে ইন্ডিয়া এবং সিটি ব্যাঙ্কের সাথে তাঁর কর্মজীবন শুরু করেন। ১৯৯৬ সালে তিনি পেপসিকোতে যোগ দেন এবং আমেরিকা চলে যান। ২০০৯ সালে, অজয় মাস্টারকার্ডের প্রেসিডেন্ট হিসেবে যোগদান করেন এবং পরে সিইও পদে আসীন হন। এমতাবস্থায়, অজয় বাঙ্গার কাজকে সম্মান জানিয়ে ভারত সরকার তাঁকে ২০১৬ সালে পদ্মশ্রী দ্বারা সম্মানিত করে। উল্লেখ্য যে, বারাক ওবামা যখন মার্কিন প্রেসিডেন্ট ছিলেন তখন অজয় ​​বাঙ্গাকে সাইবার সিকিউরিটি কমিশনেরও সদস্য করা হয়েছিল।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর