বাংলাহান্ট ডেস্ক : দর্শনম মগুলাইয়া বছর দুয়েক আগে পদ্মশ্রী সম্মান (Padma Shri Award) লাভ করেন। বাদ্যযন্ত্র কিন্নরকে নতুন ভাবে আবিষ্কার করেন তিনি। দর্শনমের এই প্রচেষ্টাকে সম্মান জানায় ভারত সরকার পদ্মশ্রী পুরস্কারের মাধ্যমে। তবে সাম্প্রতিককালে তাঁকে দেখা যাচ্ছে হায়দরাবাদে একটি কন্সট্রাকশন সাইটে মজদুরি করতে।
সরকারের পক্ষ থেকে পাওয়া এক কোটি টাকা সংসার চালাতে এবং ধার পরিশোধ করতে চলে গেছে। তাই ৭৩ বছর বয়সে এসেও দু মুঠো অন্নের জন্য দৈনিক মজুর হিসাবে কাজ করতে হচ্ছে তাঁকে। ২০২২ সালে ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মান লাভ করেন দর্শনম মগুলাইয়া। সেই পদ্মশ্রী বিজেতা হায়দ্রাবাদের রাস্তায় দৈনিক মজদুরের কাজ করছেন।
আরোও পড়ুন : ফের রেল দুর্ঘটনা বাংলাদেশে! গাজীপুরে মুখোমুখি দুই ট্রেন, লাইন থেকে ছিটকে গেল ৫ বগি, আহত ৫০
একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ‘আমার এক ছেলে ভীষণই অসুস্থ। ওর আর আমার চিকিৎসার জন্য প্রতি মাসে ৭০০০ টাকার ওষুধ লাগে। এছাড়া নিয়মিত ব্লাড টেস্টের খরচও আছে।’ মগুলাইয়া আরো জানান যে ৯ সন্তানের মধ্যে ৩ সন্তান মারা গেছে। তিন সন্তান বিবাহিত এবং বাকি সন্তানরা এখনো পড়াশোনা করছেন। তবে মাত্র দুই বছরেই এক কোটি টাকা শেষ হয়ে গেল তাঁর!
এই পদ্মশ্রী বিজেতা জানাচ্ছেন, এই টাকা দিয়ে তিনি তিন সন্তানের বিয়ে দিয়েছেন। জমি কিনেছেন হায়দ্রাবাদের একটি মফস্বল অঞ্চলে। সেখানে বাড়ি তৈরি করতে করতে শেষ হয়ে গেছে অর্থ। অর্থের অভাবে বাড়ি তৈরির কাজ মাঝপথে বন্ধ হয়ে গেছে। আর্থিক পুরস্কারের পাশাপাশি সরকার বলেছিল ৬০০ স্কোয়ার ইয়ার্ডের জমিও দেওয়ার কথা। তবে এখনো তিনি পাননি সেই জমি।
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার