‘আর কারোর সিঁদুর যেন না মোছে’! ভারত ‘জবাব’ দিতেই কান্নায় ভেঙে পড়লেন কাশ্মীরে নিহত বিতানের স্ত্রী

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ স্বামী-সন্তানের সঙ্গে কাশ্মীর ঘুরতে গিয়েছিলেন। সেখানেই যে সিঁথির সিঁদুর মুছে যাবে তা কল্পনা করতে পারেননি সোহিনী। গত এপ্রিল মাসে পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় (Pahalgam Terror Attack) যে ২৬ জনের প্রাণ গিয়েছে, তাঁদের মধ্যে অন্যতম বিতান অধিকারী (Bitan Adhikary)। তাঁর স্ত্রীই হলেন সোহিনী। গত ১৫ দিনে তাঁকে গোটা দেশ মোটামুটি চিনে গিয়েছে। স্বামীহারা সোহিনীর কান্না এখনও ভুলতে পারেননি অনেকে। এবার তিনিই অপারেশন সিঁদুরের (Operation Sindoor) পর মুখ খুললেন। কাঁদতে কাঁদতে বললেন, ‘ভবিষ্যতে আর কারোর সিঁদুর যেন না মোছে’।

অপারেশন সিঁদুরের (Operation Sindoor) পরেই কান্নায় ভেঙে পড়লেন সোহিনী!

মঙ্গলবার গভীর রাতে অধিকাংশ দেশবাসী যখন গভীর ঘুমে আচ্ছন্ন, সেই সময় হামলা চালায় ভারতীয় সেনা। ধ্বংস করে দেওয়া হয় পাক ভূমের একাধিক জঙ্গি ঘাঁটি। সপ্তাহ দুয়েক আগে এই জঙ্গিদের হাতেই বহু ভারতীয় মহিলার সিঁথির সিঁদুর মুছেছিল। এবার অপারেশন সিঁদুরের মাধ্যমে যোগ্য জবাব দিয়েছে ভারত।

পহেলগাঁও কাণ্ডের পাল্টা এই সেনা অভিযানের খবর পেতেই কান্নায় ভেঙে পড়েন কাশ্মীরে নিহত বিতানের স্ত্রী। ভারত সরকারকে (Central Government) ধন্যবাদ জানান তিনি। সদ্য স্বামীহারা সোহিনী বলেন, ‘সরকারের কাছে জাস্টিস চেয়েছিলাম। ভারত সরকার অ্যাকশন নিয়েছে। একটাই প্রার্থনা, ভবিষ্যতে আর কারোর সিঁদুর যেন না মোছে। এই জঙ্গিদের প্রতি সরকার যেন আরও কঠোর হয়। এমন মর্মান্তিক মৃত্যু যেন কারোর স্ত্রী, সন্তানকে না দেখতে হয়’।

আরও পড়ুনঃ ‘চুপিসারে’ OBC সমীক্ষা চালাচ্ছে রাজ্য! হাইকোর্টের ভর্ৎসনার মুখে সরকার, বড় নির্দেশ আদালতের

উল্লেখ্য, গত এপ্রিল মাসে আচমকাই ‘মিনি সুইজারল্যান্ড’ বৈসরণে হামলা চালায় জঙ্গিরা। ধর্ম জেনে খুন করা হয় নিরীহ পর্যটকদের। এই ঘটনার ১৫ দিনের মধ্যেই পাল্টা প্রত্যাঘাত করল ভারত। ধ্বংস করা হল একের পর এক জঙ্গি ঘাঁটি।

Pakistan statement after Operation Sindoor by Indian Army

ভারতীয় সেনার অপারেশন সিঁদুরের (Operation Sindoor) সাফল্যে উচ্ছ্বসিত গোটা দেশ। পাকিস্তানকে ‘যোগ্য জবাব’ দেওয়ায় খুশি সকলে। রাজনৈতিক বিরোধিতা ভুলে এই অভিযানে কেন্দ্রের পাশে দাঁড়িয়েছে বিরোধীরা। সাধুবাদ জানিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী থেকে শুরু করে পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায় সহ একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

X