বাংলা হান্ট ডেস্ক: মঙ্গলবার কাশ্মীরে ভয়াবহ জঙ্গি হামলা (Pahalgam Terror Attack) হয়েছে। নিরীহ পর্যটকদের খুন করেছে আততায়ীরা। এখনও অবধি পাওয়া খবর অনুযায়ী, ২৬ জনের প্রাণ গিয়েছে৷ বুধবার দেশে ফিরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) বলেছেন, অপরাধীদের রেহাই নেই। এবার বড় হুঙ্কার দিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)।
কিছুক্ষণের মধ্যেই জবাব পাবে আততায়ীরা! বার্তা প্রতিরক্ষা মন্ত্রীর- (Pahalgam Terror Attack)
কাশ্মীরের পহেলগাঁওয়ের ঘটনায় প্রাণ হারিয়েছেন বাংলা সহ এদেশের নানান রাজ্যের মানুষ। ‘ভূস্বর্গে’ পর্যটকদের ওপর এহেন হামলা কার্যত নজিরবিহীন। তবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত সরকারের ‘জিরো টলারেন্স নীতি’। এদিন সেনা সর্বাধিনায়ক ও তিন সেনাপ্রধানের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকের পর একথা স্মরণ করিয়ে দেন রাজনাথ সিং। হামলাকারী থেকে শুরু করে নেপথ্যে থাকা মাস্টারমাইন্ড, কেউ রেহাই পাবে না, স্পষ্ট বলেন তিনি।
জানা যাচ্ছে, এদিন সেনা সর্বাধিনায়ক ও তিন সেনাপ্রধানের সঙ্গে হওয়া বৈঠকে কাশ্মীরের জঙ্গি হামলার পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করেছেন প্রতিরক্ষা মন্ত্রী (Defence Minister)। সেই বৈঠক শেষ হওয়ার পর প্রেস বিবৃতি দেন তিনি।
আরও পড়ুনঃ ‘‘ইসলামিক সন্ত্রাসবাদ’ কেন উচ্চারণ করতে পারছেন না?’ কাশ্মীর-কাণ্ডে মমতাকে আক্রমণ তরুণজ্যোতির
রাজনাথ সিং বলেন, ‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি। কেবলমাত্র হামলাকারী নয়, নেপথ্যে বসে যারা ভারতের মাটিতে এহেন নৃশংস হামলার ষড়যন্ত্র করেছে, তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ… দেশবাসীকে আমি আশ্বস্ত করে বলব, সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। কিছুক্ষণের মধ্যে আততায়ীরা খুব স্পষ্ট ও জোরালো জবাব পাবে’।
জানা যাচ্ছে, আজ সন্ধ্যা ৬টায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে একটি উচ্চপর্যায়ের বৈঠক হওয়ার কথা। সাধারণত যুদ্ধ পরিস্থিতিতে জাতীয় নিরাপত্তা পরিষদের উচ্চপর্যায়ের এই বৈঠক হয়। তবে কাশ্মীর হামলার পর আজ পিএম মোদীর বাসভবনে এই বৈঠক বসছে। তাহলে কি আজই জঙ্গিঘাঁটিতে সার্জিক্যাল স্ট্রাইক চালাবে সেনা? দেখা দিয়েছে এই প্রশ্ন।
উল্লেখ্য, কাশ্মীরের পহেলগাঁওয়ের ঘটনা (Pahalgam Terror Attack) গোটা দেশকে কার্যত নাড়িয়ে দিয়েছে। নিহতদের পরিবারে এখন হাহাকার। এই আবহে কড়া বার্তা দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তাহলে কি সাজিক্যাল স্ট্রাইকই পরবর্তী পদক্ষেপ? সঠিক সময়েই মিলবে সেই উত্তর।