বাংলা হান্ট ডেস্কঃ কাশ্মীরের পহেলগাঁওয়ের ঘটনায় (Pahalgam Terror Attack) তোলপাড় দেশ। ২৬ জন নিরীহ পর্যটককে খুন করেছে জঙ্গিরা। তাঁদের রক্তে ভিজেছে ‘ভূস্বর্গে’র মাটি। এরপর থেকেই একের পর এক পদক্ষেপ নিচ্ছে ভারত। বুধবারই দেশে ফিরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) বলেন, অপরাধীরা রেহাই পাবে না। এরপর সন্ধ্যাবেলা তাঁর বাসভবনে নিরাপত্তা বিষয়ক উচ্চপর্যায়ের বৈঠক হয়। বৃহস্পতিবার বিশ্বের একাধিক দেশের রাষ্ট্রদূতের সঙ্গে কথা বললেন ভারতের বিদেশসচিব বিক্রম মিস্রী (Vikram Misri)।
রাষ্ট্রপতি ভবনে জরুরি বৈঠকে শাহ-জয়শঙ্কর- (Pahalgam Terror Attack)
কাশ্মীর-কাণ্ডের খবর পাওয়া মাত্রই বিদেশ সফর কাটছাঁট করে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রী। গতকাল বিমানবন্দরে বসেই জরুরি বৈঠক করেন তিনি। আজ সন্ধ্যায় সর্বদল বৈঠক ডেকেছে কেন্দ্র। তার আগে প্রায় আধ ঘণ্টা ধরে চিন, রাশিয়া, ইতালি, পোল্যান্ড সহ বিশ্বের একাধিক দেশের রাষ্ট্রদূতের সঙ্গে কথা বললেন ভারতের বিদেশসচিব।
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ভারত সফরে এসেছিলেন। আজই তাঁর সফরের শেষ দিন। তার আগে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনায় বসে এদেশের বিদেশমন্ত্রক। চিনের রাষ্ট্রদূত হাজির ছিলেন। জানা যাচ্ছে, বিশ্বের প্রায় ২০টি দেশের রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলেন বিদেশসচিব মিস্রী। পহেলগাঁও সম্বন্ধিত বিশদ তথ্য তাঁদের দেওয়া হয় বলে খবর।
আরও পড়ুনঃ ঘিরে ধরেছে ভয়! জঙ্গি হামলার পরেই কাশ্মীর নিয়ে সিদ্ধান্ত বদল পর্যটকদের
অন্যদিকে আজই আবার রাষ্ট্রপতি ভবনে একটি জরুরি বৈঠক ডাকা হয়েছিল। সেখানে উপস্থিত হয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) ও বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করেন তাঁরা।
উল্লেখ্য, কাশ্মীরের পহেলগাঁওয়ে হামলার ঘটনায় (Pahalgam Terror Attack) ইতিমধ্যেই পাক যোগ সামনে এসেছে। এই আবহে একের পর এক উল্লেখযোগ্য পদক্ষেপ নিচ্ছে ভারত। তাহলে কি এবার পাকিস্তানকে কোণঠাসা করতে উদ্যত ইন্ডিয়া? কাশ্মীর-কাণ্ডের পর এবার প্রত্যাঘাতের পালা? নানান মহলে দেখা দিয়েছে এই প্রশ্ন।