কাশ্মীরে হামলাকারী জঙ্গি আসলে পাক সেনার সদস্য? ‘পরিচয়’ ফাঁস হতেই তোলপাড় বিশ্ব

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ গত মঙ্গলবার কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলা (Pahalgam Terror Attack) হয়েছিল। নিরীহ পর্যটকদের খুন করে হামলাকারীরা। ২৬ জনের রক্তে ভিজেছে ‘মিনি সুইজারল্যান্ড’ বৈসরণের মাটি। বেছে বেছে হিন্দুদের নিশানা করেছে জঙ্গিরা, নিহতদের পরিবার সহ নানান মহল থেকে এই দাবি উঠেছে। সেই সঙ্গেই সামনে এসেছে পাক (Pakistan) যোগের কথা। এবার সেটাই যেন আরও স্পষ্ট হল। জানা যাচ্ছে, এই জঙ্গি হামলার (Terrorist Attack) নেপথ্যে থাকা অন্যতম জঙ্গি হাসিম মুসা আগে পাক সেনার সদস্য ছিলেন।

পহেলগাঁও-কাণ্ডে (Pahalgam Terror Attack) চাঞ্চল্যকর খবর!

কাশ্মীরের বুকে জঙ্গি হামলার পিছনে পাক যোগ রয়েছে, ভারতের তরফ থেকে শুরু থেকেই এই অভিযোগ আনা হচ্ছে। কেন্দ্রের একের পর এক পদক্ষেপে চাপ বাড়ছে পাকিস্তানের। এই পরিস্থিতিতে সামনে এল এক ভয়ানক ছবি। এই জঙ্গি হামলার নেপথ্যে থাকা অন্যতন জঙ্গি হাসিম আগে পাকিস্তানের স্পেশ্যাল ফোর্সের প্যারা কম্যান্ডো ছিলেন। বর্তমানে পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার অপারেটিভ।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, হাসিমকে (Hashim Musa) জম্মু-কাশ্মীর পাঠানো হয়েছে একটি নির্দিষ্ট ‘টাস্ক’ দিয়ে। নিরাপত্তা বাহিনী ও স্থানীয় নয় এমন মানুষদের খুন করতে তাঁকে ‘ভূস্বর্গে’ পাঠানো হয় বলে খবর। রিপোর্ট বলছে, পহেলগাঁওয়ে জঙ্গি হামলার নেপথ্যে পাকিস্তানি সেনা ও আইএসআইয়ের সরাসরি প্রভাব রয়েছে বলে তদন্তে পরিষ্কার হয়েছে।

আরও পড়ুনঃ ২% হারে DA বৃদ্ধি থেকে ২০,০০০ টাকা উৎসব অগ্রিম! রাজ্য সরকারি কর্মীদের জন্য একগুচ্ছ ঘোষণা

জানা যাচ্ছে, পাক সেনার (Pakistan Army) বিশেষ সার্ভিস গ্রুপের প্যারা কম্যান্ডো উচ্চ প্রশিক্ষিত একজন জওয়ান। গোপন অপারেশনের জন্য তাঁদের বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হয়। কৌশলগত পরিকল্পনা তৈরি, শারীরিক ও মানসিক কষ্ট সহ্য করা, খালি হাতে লড়াই থেকে আধুনিক নানান অস্ত্র ব্যবহার, সবকিছুর প্রশিক্ষণ দেওয়া হয় তাঁদের।

সংবাদমাধ্যমের রিপোর্ট বলছে, গত মঙ্গলবারের জঙ্গি হামলার পর ১৫ জন কাশ্মীরিকে ধরেছে নিরাপত্তাবাহিনীর সদস্যরা। তদন্তে জানা গিয়েছে, পাক জঙ্গিদের সঙ্গে এদের যোগাযোগ ছিল, এরাই আনুষাঙ্গিক নানান সাহায্য করেছে। তাঁদের জেরা করেই হাসিমের খোঁজ পাওয়া গিয়েছে বলে খবর।

Pahalgam terror attack Hashim Musa

পাক সেনা, আইএসআই ও জঙ্গি গোষ্ঠীগুলির মধ্যে যোগাযোগের অভিযোগ আজকের নয়। সংশ্লিষ্ট রিপোর্ট বলছে, ভারতের নিরাপত্তা বিশেষজ্ঞরা মনে করছেন, পাক সেনা নিজেরাই হয়তো হাসিমকে লস্কর-ই-তৈবায় ঢুকিয়েছে।

উল্লেখ্য, পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় (Pahalgam Terror Attack) তোলপাড় গোটা দেশ। অপরাধীদের রেহাই নেই, স্পষ্ট জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দোষীদের ‘শায়েস্তা’ করতে একের পর এক পদক্ষেপ নিচ্ছে কেন্দ্রীয় সরকার। এই আবহেই সামনেই এক চাঞ্চল্যকর ছবি। কাশ্মীর-কাণ্ডে আরও স্পষ্ট হল পাক যোগের তত্ত্ব।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

X