‘…কাপুরুষের কাজ’, পহেলগাঁও হামলায় পোস্ট করেও তড়িঘড়ি মুছলেন শাহরুখের পাকিস্তানি নায়িকা

Published On:

বাংলাহান্ট ডেস্ক : পহেলগাঁও হামলায় (Kashmir Attack) উত্তপ্ত হয়ে রয়েছে গোটা দেশ। পর্যটকদের উপরে নির্বিচারে হত্যালীলা চালানোর ঘটনায় কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় এবং কেউ কেউ রাস্তায় নেমে প্রতিবাদের সুর চড়াচ্ছেন। বিশেষ করে তারকাদের মুখ খুলতে দেখা গিয়েছে কাশ্মীর হামলায় (Kashmir Attack)। প্রতিবাদে সরব হয়েছেন শাহরুখ, সলমন থেকে আলিয়া, করিনারা। এমনকি পাকিস্তানের অভিনেত্রী মাহিরা খানও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন কাশ্মীর হামলার প্রতিবাদে। কিন্তু অদ্ভূত ভাবে পোস্ট করার কয়েক মুহূর্ত পরেই তার ডিলিট করে দেওয়া হয়।

কাশ্মীর হামলা (Kashmir Attack) নিয়ে পোস্ট করেন মাহিরা

নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে কাশ্মীর হামলার প্রতিবাদ জানিয়ে একটি বড়সড় পোস্ট করেছিলেন মাহিরা। তিনি লেখেন, ‘হিংসা পৃথিবীর যেখানেই হোক, যেমন আকারেই হোক, তা কাপুরুষতার কাজ। পহেলগাঁও হামলায় (Kashmir Attack) যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাঁদের প্রতি আমার সমবেদনা।’

Pak actress mahira khan deleted post about kashmir attack

মুছে দিয়েছেন পোস্ট: এই স্টোরিটি পোস্ট করার কিছুক্ষণের মধ্যেই তা মুছে ফেলেন মাহিরা। যদিও ততক্ষণে তা ভাইরাল হয়ে যায় নেট মাধ্যমে। অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছেন, যদি সন্ত্রাসের বিরুদ্ধে বার্তা দিয়ে তা মুছেই দেবেন, তাহলে পোস্ট করলেন কেন মাহিরা? আর এই প্রসঙ্গেই উঠে এসেছে আরেক পাক অভিনেতার নাম।

আরো পড়ুন : মিথ্যে পরিচয়ে বিয়ে, চলছে একাধিক মামলা? কাশ্মীর হামলায় মৃত বিতানের স্ত্রী বাংলাদেশি! পরিবারেই উঠল অভিযোগ

বিপাকে ফাওয়াদের ছবি: তিনি ফাওয়াদ খান। দীর্ঘদিন পর আবারও বলিউডি ছবিতে কামব্যাক করার কথা ছিল তাঁর। ঠিক তখনই ঘটল এই ঘটনা। সরকারি সূত্রের খবর বলছে, ভারতে মুক্তি নাও পেতে পারে আবির গুলাল। এর আগে দ্য ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ এর তরফে ছবির উপরে নিষেধাজ্ঞা জারি করার দাবি করা হয়েছিল। প্রতিষ্ঠানের তরফে বলা হয়েছিল, আবির গুলাল যাতে ভারতে মুক্তি না পায় তার জন্য সবরকম ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ছবির নির্মাতাদের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছিল।

আরো পড়ুন : Banglahunt Breaking: তৃণমূলের ভোট ব্যাঙ্কে ভাঙন! মুসলিম ভোট টানতে বিজেপিতে পা রাখছেন তসলিমা নাসরিন?

ইতিমধ্যেই ইউটিউব থেকে সরিয়ে নেওয়া হয়েছে ফাওয়াদের আসন্ন ছবির গান। FWICE এর প্রেসিডেন্ট বলেন, আবির গুলাল ছবির গান বা কোনো দৃশ্যও যাতে দেশের কোথাও মুক্তি না পায় তার জন্য নির্দেশ দেওয়া হয়েছে প্রতিটি প্ল্যাটফর্মকে। ছবির টিমকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, ভবিষ্যতে কোনো পাকিস্তানি (Pakistan) শিল্পীর সঙ্গে কাজ না করতে। সেই আবহেই কি প্রতিবাদী পোস্ট লিখেও মুছলেন মাহিরা? থেকে যাচ্ছে প্রশ্ন।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

X