হিরোইনদের সঙ্গে যৌনতায় মেতে উঠতেন বাজওয়া, নেতাদের করাতেন ‘হানি ট্র্যাপ”! উত্তাল পাকিস্তান

বাংলাহান্ট ডেস্ক: পাকিস্তান সেনার (Pakistan Army) এক প্রাক্তন আধিকারিক সম্প্রতি একটি দাবি করেছেন। যার ফলে বড়সড় বিতর্ক শুরু হয়েছে সে দেশে। পাকিস্তান সেনার শীর্ষ আধিকারিকরা নাকি নায়িকাদের দিয়ে দেশের শীর্ষ রাজনৈতিক নেতাদের মধুচক্রে ফাঁসাতেন। শুধু তাই নয়, সেনার প্রাক্তন সচিব জেনারেল কমর জাভেদ বাজওয়া এবং প্রাক্তন আইএসআই সচিব জেনারেল ফৈজ পাকিস্তানি নায়িকাদের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হতেন। এমনটাই দাবি করেছেন ওই প্রাক্তন আধিকারিক।

লন্ডনে বসবাসকারী পাকিস্তান সেনার প্রাক্তন আধিকারিক ও প্রাক্তন সেনাদের সোস্যাইটির মুখপাত্র আদিল রাজা এই দাবি করেছেন। তাঁর আরও দাবি, আইএসআই ও সেনার প্রাক্তন সচিব অভিনেত্রীদের গোয়েন্দা সংস্থার সদর দফতর বা গোপন ডেরায় ডাকতেন। সেখানে তাঁদের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হতেন ওই সেনা আধিকারিকরা।

আদিলের এই দাবি ঘিরে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে প্রতিবেশী দেশে। একটি ভিডিও ব্লগের মাধ্যমে এই দাবি করেছেন ওই প্রাক্তন সেনা আধিকারিক। তিনি বলেছেন, “পাকিস্তান সেনার আধিকারিকরা নিজের সুবিধার্থে দেশের শীর্ষ মডেল ও অভিনেত্রীদের ব্যবহার করেন। আইএসআই আধিকারিকরা এই মডেল ও অভিনেত্রীদের রাজনৈতিক নেতাদের কাছে পাঠান। এরপর তাঁদের মধুচক্রে ফাঁসিয়ে ভিডিও বানান।” 

যদিও অভিনেত্রীদের নাম নেননি আদিল। তবে তাঁদের নামের অক্ষরগুলি জানিয়েছেন। যেমন MH, MK, KK এবং SA। নাম না নিলেও কোন অভিনেত্রীদের কথা বলা হচ্ছে তা বুঝতে বাকি থাকেনি মানুষের। এই চাঞ্চল্যকর দাবির পর আদিল রাজার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। একইসঙ্গে অভিনেত্রী মেহভিশ হায়াত, মাহিরা খান, সাজাল আলি এবং কুবরা খানের ছবিও ভাইরাল হয়ে যায়। এরপর আদিল সাফাই দেন যে পাকিস্তানে একই অক্ষরের বহু অভিনেত্রী ও মডেল রয়েছেন। 

Pakistan army

তাই তিনি ওই অভিনেত্রীদের নাম নেওয়ার সমর্থন বা বিরোধিতা কোনওটাই করেন না। একইসঙ্গে আদিল রাজার এই দাবির পর পাকিস্তানি ফিল্ম ইন্ডাস্ট্রি গর্জে উঠেছে। যে অভিনেত্রীদের নাম নেওয়া হয়েছে, তাঁরা আদিল রাজার এই দাবির তীব্র বিরোধিতা করেছেন। একইসঙ্গে অনুরাগীরা আদিলের বিরুদ্ধে মানহানীর মামলা করার পরামর্শ দিয়েছেন অভিনেত্রীদের। সাজাল আলি জানিয়েছেন, এভাবে তাঁর চরিত্রের উপর প্রশ্ন তোলা হচ্ছে। 

কুবরা খান জানিয়েছেন, তিনি ওই প্রাক্তন সেনা আধিকারিকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবেন। এক সময় মেহভিশ হায়াতের সঙ্গে মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের যোগ থাকা নিয়েও জল্পনা হয়েছিল। তবে আদিল রাজার করা দাবি সত্যি প্রমাণিত হলে পাকিস্তান সেনার এক কদর্য রূপ সকলের সামনে আসবে। সম্প্রতি ইমরান খানের কিছু অত্যন্ত ব্যক্তিগত অডিও ফাঁস হয়েছিল। সেখানেও আইএসআই-এর বিরুদ্ধে অভিযোগ করা হয়। এ বার আদিলের এই দাবি স্বাভাবিক ভাবেই দেশ জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

Avatar
Subhraroop

সম্পর্কিত খবর