বাংলা হান্ট ডেস্ক: রাষ্ট্রসঙ্ঘে অভিযোগ জানাল পাকিস্তান তবুও বিশেষ কিছু সুবিধা হলো না। জম্মু কাশ্মীর ইস্যুতে ফের বিশ্বের দরবারে কোণঠাসা করা হলো পাকিস্তানকে। রাষ্ট্রসঙ্ঘ স্পষ্ট জানিয়ে দিল, জম্মু কাশ্মীর ইস্যু দ্বিপাক্ষিক বিষয়, এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে আসতে হলে দিল্লি ও ইসলামাবাদকেই আলোচনায় বসতে হবে। কাশ্মীরে ৩৭০ ধারার বিরোধিতা করে মার্কিন মুলুকে বিক্ষোভের মুখে পড়লেন রাষ্ট্রসংঘে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি মালিহা লোধি।
এক পাক নাগরিক তাঁকে নিগ্রহ করলেন নিউ ইয়র্কের এক অনুষ্ঠানে। পাকিস্তানের অন্য অনেক কূটনীতিকও উপস্থিত ছিলেন সেখানে। এই গোলমালের দৃশ্যটি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।
নিউ ইয়র্কে এক সাংবাদিক বৈঠক শেষ করে উঠে যাওয়ার সময় দর্শক থেকে এক ব্যক্তি উঠে দাঁড়িয়ে থামিয়ে দেন মালিহা কে।। তারপর তিনি বলতে থাকেন, ‘আমার একটা প্রশ্ন রয়েছে। দাঁড়ান আপনি।’ পাকিস্তানের অফিসাররা তাকে থামানোর চেষ্টা করলেও তিনি দমে যাননি।
ওই ব্যক্তি চিৎকার করে বলতে থাকেন, ‘এই ১৫-২০ বছর আপনি এখানে কী করছেন? এতদিন ধরে আমাদের টাকা চুরি করেছেন, আপনি উঠে যাবেন না। আমরা প্রশ্নের উত্তর দিন।’
হঠাৎ এমন প্রশ্ন শুনে চমকে ওঠেন মালিহা, তিনি বলেন, ‘এভাবে প্রশ্ন করা যায় না।’ কিন্তু ওই ব্যক্তি আবার বলেন, ‘রাষ্ট্রসংঘে পাকিস্তানের প্রতিনিধি হয়ে আপনি উত্তর দিতে বাধ্য। এরপর এভাবেই আপনাকে প্রশ্ন করবে সাধারণ মানুষ।’