বাংলা হান্ট ডেস্ক: যেকোনো সময় সন্ত্রাসবাদি হামলা হতে পারে দেশে। গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী, সর্বোচ্চ সতর্কবার্তা জারি করা হলো গুজরাটের কচ্ছের বন্দরগুলিকে। এই রিপোর্ট থেকে জানা গেছে, পাক প্রশিক্ষণপ্রাপ্ত কম্যান্ডো ও জঙ্গি অনুপ্রবেশের প্রবল আশঙ্কা রয়েছে দেশে।
বৃহস্পতিবার আদানি পোর্ট এবং সেজ একটি বিবৃতি প্রকাশ করে জানায়, সর্বোচ্চ সতর্কবার্তা পাওয়া গেছে উপকূল রক্ষী স্টেশন থেকে। পাক ক্যামান্ডোরা হারামি নালা জলপথ দিয়ে অনুপ্রবেশ করতে পারে কচ্ছে। জানানো হয়েছে গণেশ পুজো থাকা দরুন সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে এই জঙ্গী হামলা চালানো হতে পারে।
গোয়েন্দারা আরও জানিয়েছেন, পাক কমান্ডোরা ছোট বোটে করে আরবসাগর হয়ে গুজরাট উপকূলে ঢুকতে পারে। পাক জঙ্গিরা এইভাবেই মুম্বাই হামলার আগে দেশে ঢুকেছিল। এই খবর পাওয়ার সাথে সাথেই উপকূলে নিরাপত্তাব্যবস্থা বাড়ানো হয়েছে।
বায়ু সেনা প্রধান অ্যাডমিরাল কর্মবীর সিং জানান, জইশ-ই-মহম্মদের একটি দলকে ভারতে বড়সড় হামলা চালানোর জন্য প্রশক্ষিণ দেওয়া হয়েছে।