ভারতীয়দের উপর পাকিস্তানি হামলা লন্ডনে

বাংলাহান্ট ডেস্ক: জম্মু ও কাশ্মীর ইস্যুতে ভারত ও পাকিস্তানের সম্পর্ক চরমে উঠেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে ভারতের সাথে সব রকম সম্পর্ক ভঙ্গ করেছেন। ভারতের কাশ্মীর দখলের সিদ্ধান্ত কে ‘একতরফা’ দাবি করে আন্তর্জাতিক পরিষদে চিঠিও দিয়েছেন।

Pic 6

এরই মধ্যে পাওয়া গেল এক উত্তেজনামূলক খবর। স্বাধীনতা দিবসের দিন লন্ডনে পাকিস্তানিরা ভারতীয়দের উপর হামলা চালালো। এ ঘটনায় লন্ডন পুলিশ মোট চারজনকে গ্রেপ্তার করেছে।

জানা গিয়েছে, লন্ডনে ভারতীয় দূতাবাসের সামনে ভারতীয়রা স্বাধীনতা দিবস উদযাপন করছিল। সেই সময় বেশকিছু পাকিস্তানী ভারতীয় দূতাবাসের সামনে হাজির হয়। জম্মু কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে বিক্ষোভ দেখাতে শুরু করে। পাকিস্তানিরা ভারতীয়দের উপর হামলা করে। এমনকি জুতো, ডিম এইসব ছুড়ে মারে।

এ ঘটনার তীব্র নিন্দা করছি ভারতবাসীরা। রাজনৈতিক কূটনীতিবিদরা ভারতীয় দূতাবাস ও পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছে। এ ঘটনায় লন্ডন পুলিশ মোট ৫ জনকে গ্রেফতার করেছে। অবস্থিত ব্রিটিশ কমিশন অবশ্য এই ঘটনার কথা স্বীকার করেনি।

সম্পর্কিত খবর