ষাটোর্ধ এক বৃদ্ধকে গর্ভবতী বানিয়ে দিলো পাকিস্তানের ল্যাব! রিপোর্ট দেখে হুঁশ উড়ল পরিজনের

বাংলা হান্ট ডেস্কঃ আপনারা বয়স্ক মহিলা গর্ভবতী হয়েছে শুনেছেন, কিন্তু কখনো শুনেছেন কি বয়স্ক পুরুষও গর্ভবতী হয়েছে? খবরটা শুনে আকাশ থেকে পড়লেন হয়ত! কিন্তু এইরকম এক ঘটনা ঘটে গেলো পাকিস্তানে (Pakistan)। সেখানে ৬০ বছর বয়সী এক বৃদ্ধকে গর্ভবতী ঘোষণা করা হয়েছে।

pak 3

উল্লেখ্য, আল্লা দিত্তা নামের এক বয়স্ক ব্যাক্তি পাকিস্তানের খানেবাল এর ডিএইচকিউ হাসপাতালে চিকিৎসা করাতে গেছিলেন। সেখানে ওনাকে ইউরিন টেস্ট করতে বলা হয়। এরপর ওই ব্যাক্তি প্রাইভেট ল্যাবে (khanewal lab) ইউরিন টেস্ট করাতে যায়, কিন্তু যখন রিপোর্ট সামনে আসে তখন চক্ষু ছানাবড়া হয়ে যায়। কারণ ওই রিপোর্টে ষাটোর্ধ ব্যাক্তিকে গর্ভবতী বলা হয়।

এই কথা জখ আধিকারিকদের কানে যায়, তখন তাঁরা এই মামলার তদন্ত শুরু করে। এই মামলা পাকিস্তানের হেলথকেয়ার কমিশন পর্যন্ত পৌঁছায়। এরপর খানেবাল এর ডিস্কট্রিক্ট কমিশনার ল্যাবকে সিল করে দেয়। এমনকি ল্যাবের মালিককেও গ্রেফতার করা হয়।

এই ল্যাব ডিএইচকিউ হাসপাতালের পাশেই। হেলথ ডিপার্টমেন্ট ল্যাবের তদন্ত করার আদেশ দিয়েছে আর জানিয়েছে যে, কোন লাইসেন্স ছাড়া অবৈধ ভাবে ওই ল্যাব চালানো হচ্ছিল। এমনকি সেখানে কোন বৈধ ডাক্তারও ছিল না। বিগত দুই বছর ধরে এই ল্যাব চলছে।

যখন এই খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে, তখন সবাই স্বাস্থ বিভাগের মজা উড়ানো শুরু করে। কেউ কেউ তো ফেক নিউজ বলে, আবার কেউ এর জন্য সরকারকে দায়ি করে। এই রিপোর্ট সামনে আসার পর ওই রোগী এবং ওনার পরিবারে সবাই অবাক হন।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর