বাংলা হান্ট ডেস্ক: অশিক্ষার প্রভাবে আরও একবার মন্তব্য করে বসলেন পাক মন্ত্রী ফাওয়াদ হুসেন। চাঁদের খুব কাছে গিয়ে সেখানকার মাটিতে পা রাখার ২.১ কিলোমিটার দূরত্বে পৌঁছে ল্যান্ডার বিক্রমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ইসরোরা। কিন্তু এর মানে ভারতের মিশন চন্দ্রযান ২ যে ব্যর্থ তা একেবারেই নয়। উল্টে সমগ্র দেশবাসী থেকে শুরু করে খোদ ইসরোও এই মিশনকে ৯৫ শতাংশ সফল বলেই মনে করছে। কিন্তু পাকিস্তান যে তিমিরে ছিল সেই তিমিরেই। চন্দ্রযান-২ প্রত্যাশিত সাফল্য না পাওয়ায়, এ নিয়ে স্বভাবতই তীব্র কটাক্ষ করলেন পাকিস্তানের বিজ্ঞান মন্ত্রী ফাওয়াদ হুসেন। শুধু তাই নয় টুইট করে উচ্ছ্বাস প্রকাশ করলেন তিনি।
চন্দ্রযান-২ প্রত্যাশিত সাফল্য না পেলেও গোটা দেশবাসীর ভালোবাসা যে ইসরোর সাথে রয়েছে তা বারবার প্রমাণ করেছে গোটা দেশ। বিজ্ঞানীদের পরিশ্রম ও প্রচেষ্টাকে স্যালুট জানিয়েছে সকলে। শুধু তাই নয় এমনকী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ইসরোর বিজ্ঞানীদের প্রচেষ্টার প্রশংসা করেছেন। প্রথমবারে সাফল্য আসেনি ঠিকই। তবে এতে চাঁদকে ছোঁয়ার ইচ্ছে দ্বিগুণ হয়েছে বলে জানিয়েছেন নরেন্দ্র মোদী।
ইসরো আগেই জানিয়েছিল যে সব থেকে গুরুত্বপূর্ণ হলো শেষের ১৫ মিনিট, এই সময় শ্বাসরুদ্ধ অবস্থা হবে সকলের। আর তাই ঘটল। শেষমেষ ল্যান্ডার বিক্রমের সঙ্গে আর যোগাযোগ রক্ষা করা যায়নি। এর পরই ইসরো কার্যত নিশ্চিত হয়ে যায়, এবারের মতো চাঁদের মাটি ছোঁয়া আর হল না।
এতদিন ধরে বহু চেষ্টার পরও ব্যর্থ হওয়ায় ভেঙে পড়লেন ইসরোর চেয়ারম্যান কে শিবন। চোখের জল আটকাতে পারলেন না তিনি। প্রধানমন্ত্রী তাঁকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতেই বাধ ভাঙল সিভনের৷ দাঁতে দাঁত চেপে লড়াই চালিয়েছিলেন চন্দ্রযান-2 মিশন নিয়ে৷ শেষ মুহূর্তে থমকে গেছে মিশন৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর ভাষণ শেষ করার পরে দৃশ্যতই আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। ইসরো প্রধানকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিলেন প্রধানমন্ত্রী।
কিন্তু অন্যদিকে চন্দ্রযান ২ এর কাজ সম্পন্ন না হওয়ায়, কটাক্ষ করে পাক মন্ত্রী ফাওয়াদ হুসেন টুইটে লিখলেন, ‘অঅঅ…যে কাজটা করতে পারো না, সেটা করারই দরকার নেই। প্রিয় এন্ডিয়া।’ এক্ষেত্রে আবার ইন্ডিয়ার বদলে এন্ডিয়া লিখেছেন তিনি। যদিও এই ঘটনার পরেই ভারতীয়দের রোষের মুখে পড়তে হয়েছে ফাওয়াদ কে। কেউ লিখেছেন, ‘অন্যের সাফল্য দেখতে আপনাকে তা হলে সারা রাত জেগে থাকতে হল!’ অন্যদিকে ফাওয়াদ আবার নরেন্দ্র মোদীকে মহাকাশ বিজ্ঞানী বলেও ব্যঙ্গ করছেন। ভারতকে দরিদ্র দেশ বলে কটাক্ষ করলেন পাকিস্তানের এই মন্ত্রী।