বাংলা হান্ট ডেস্ক: বর্তমানে পাকিস্তানের (Pakistan) অর্থনৈতিক অবস্থা মোটেও ভালো জায়গায় নেই। বরং যত দিন এগোচ্ছে ততই আরও কঠিন হচ্ছে সামগ্রিক পরিস্থিতি। এমনকি, IMF (International Monetary Fund)-ও পাকিস্তানকে ঋণ দেওয়ার জন্য প্রস্তুত নয়। তা সত্বেও শাহবাজ শরিফ সরকারের মন্ত্রীদের ঠাটবাট এতটুকুও কমছে না।
এমনকি, সরকারি নির্দেশ সত্বেও বিলাসবহুল গাড়ি ফেরত দিচ্ছেন না তাঁরা। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ইতিমধ্যেই পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ দেশের অর্থনৈতিক অবস্থার কথা বিবেচনা করে মন্ত্রী ও উচ্চপদস্থ অধিকারিকদের দেওয়া বিলাসবহুল গাড়ির অর্ধেকেরও বেশি গাড়িকে ফেরত দিতে নির্দেশ দিয়েছেন। যদিও, এই নির্দেশে কর্ণপাত করছেন না অধিকাংশজনই।
শুধু তাই নয়, এই আর্থিক সঙ্কটের আবহেই বহাল তবিয়তে SUV চালিয়ে যাচ্ছেন তাঁরা। গত ফেব্রুয়ারিতে সরকারের তরফে গাড়ি ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হলেও সেদিকে ভ্রূক্ষেপ নেই তাঁদের। এমতাবস্থায়, পাকিস্তানের সংবাদপত্র “ডন” এই বিষয়ে বিস্তারিত তথ্য জানিয়েছে। সেখানে বলা হয়েছে, সম্প্রতি পাকিস্তানের অর্থমন্ত্রী ইশাক দারের সভাপতিত্বে একটি বৈঠক ডাকা হয়েছিল। যেখানে জানানো হয় যে, কেন্দ্রীয় মন্ত্রীরা মাত্র ১৪ টি SUV ফেরত দিয়েছেন। এমতাবস্থায়, তাঁরা আরও ১৪ টি SUV ব্যবহার করছেন।
এদিকে, ওই বৈঠকের পর ক্যাবিনেট ডিভিশনকে তিন দিনের মধ্যে ওই বিলাসবহুল গাড়িগুলি ফেরত দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও, ডনের রিপোর্টে বলা হয়েছে, মন্ত্রী এবং আধিকারিকদের নিরাপত্তাজনিত যানবাহনগুলির ব্যবহারেও রাশ টানার ব্যাপারে চিন্তাভাবনা করা হচ্ছে।
প্রসঙ্গত উল্লেখ্য যে, ইতিমধ্যেই পাকিস্তানের সব মন্ত্রী ও সরকারি দপ্তরকে তাদের ব্যয় ১৫ শতাংশ পর্যন্ত হ্রাস করতে বলা হয়েছে। এছাড়াও, তাঁদের বেতন, ভাতা, বিলাসবহুল গাড়ি, বিদেশ যাত্রা ও বিজনেস ক্লাসে ভ্রমনের ক্ষেত্রেও বিভিন্ন বিধিনিষেধ আরোপ করা হচ্ছে।