পাকিস্তানের পেসারের ওপর নিষেধাজ্ঞা জারি করল ICC, আর করতে পারবেন না বোলিং

বাংলার হান্ট নিউজ ডেস্ক: পাকিস্তানের ২১ বছর বয়সী বোলার মহম্মদ হাসনাইনকে নিষিদ্ধ করেছে আইসিসি। ভুল বোলিং অ্যাকশনের কারণে সাসপেন্ড হয়েছিলেন এই বোলার। এই পেসারকে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে বোলিং করতে দেখা গিয়েছিল, যেখানে সারা বিশ্বের অনেক অভিজ্ঞ তারকারা তার অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলেন। এরপর তাকে নিষিদ্ধ করেছে আইসিসি।

প্রসঙ্গত, নিষেধাজ্ঞা আরোপের আগে ২১শে জানুয়ারি লাহোরে মহম্মদ হাসনাইনের অ্যাকশন পরীক্ষা করা হয়েছিল। বিবিএলে তার অ্যাকশন নিয়ে প্রতিনিয়ত প্রশ্ন ছিল। সিডনি সিক্সার্সের অলরাউন্ডার মোজেস হেনরিক্স তার অ্যাকশন নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি আইসিসির নির্ধারিত ১৫ ডিগ্রি নিয়ম লঙ্ঘন করেছেন।

Mohammad Hasnain

নিষেধাজ্ঞা প্রত্যাহার না হওয়া পর্যন্ত পাকিস্তান সুপার লিগে বোলিং করতে পারবেন না এই বোলার। কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলে ৩ ম্যাচে ৩ উইকেট নেন তিনি। এখন এই বোলারকে তার বোলিং অ্যাকশনের উন্নতি না হওয়া পর্যন্ত একজন পরামর্শকের অধীনে অনুশীলন চালিয়ে যাবেন। কিন্তু এখন তার অ্যাকশন ঠিক না হওয়া পর্যন্ত তাকে কোনো ধরনের ম্যাচে বোলিং করতে দেওয়া হচ্ছে না।

একইসঙ্গে হাসনাইনের বিশেষ যত্ন নিয়ে বোলিং প্রশিক্ষক নিযুক্ত করার প্রতিশ্রুতিও দিয়েছে পিসিবি। পিসিবি হাসনাইন সম্পর্কে একটি বিবৃতি জারি করে বলে, “মহম্মদ হাসনাইন একজন দুর্দান্ত বোলার যে ১৪৫ কিমি/ঘন্টা গতিতে বল করতে পারে। পিসিবি এখন সিদ্ধান্ত নিয়েছে যে তিনি পিএসএলের আসন্ন ম্যাচে অংশ নিতে পারবেন না এবং তিনি এখন তার অ্যাকশন ঠিক করার দিকে মনোনিবেশ করবেন। তাকে নতুন বোলিং কোচও দেবে বোর্ড।”

Reetabrata Deb

সম্পর্কিত খবর