রোহিত, কোহলিরা কি ভিনগ্রহের এলিয়েন? এশিয়া কাপ নিয়ে ভারতকে তীব্র আক্রমণ পাক পেসারের

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ চলতি বছরে আয়োজিত হতে চলা এশিয়া কাপ (Asia Cup 2023) নিয়ে বিতর্ক এখনো পুরো মাত্রায় অব্যাহত। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (PCB) ওপর দায়িত্ব ছিল এই এশিয়া কাপ আয়োজন করার। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) সচিব জয় শাহ (Jay Shah) কত বছর চালিয়ে দেন যে পাকিস্তান বোর্ডের নেতৃত্বে তারা কোনও নিরপেক্ষ ভেন্যুতে এশিয়া কাপ আয়োজনের চেষ্টা চালাচ্ছেন। বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে থাকার পাশাপাশি এসিসি অর্থাৎ এশিয়ান ক্রিকেট কাউন্সিলেও (ACC) মর্যাদাপূর্ণ পদে রয়েছেন জয় শাহ। তার এই বক্তব্য শুনে পাকিস্তান ক্রিকেটপ্রেমীদের মধ্যে প্রতিবাদের ঝড় ওঠে।

পিসিবিও এই চাঞ্চল্যকর দাবির প্রতিবাদ জানায় এবং সেইসঙ্গে তারা এমনটাও দাবি করে যে ভারত যদি এশিয়া কাপ খেলতে পাকিস্তানের মাটিতে পা না রাখে তবে তারাও বিশ্বকাপ খেলতে ভারতে আসবে না। যদিও অনেকেই মনে করেছিলেন সেই দাবি শুধুমাত্র ফাঁকা আওয়াজ। আর ঘটনা প্রবাহ যেভাবে এগোচ্ছে তা দেখে এই দাবি সত্যি বলেই মনে হয়। তবু নিজেদের মাটিতে এশিয়া কাপ আয়োজনের প্রবল আকাঙ্খায় এবার মুখ খুললেন পাক পেসার জুনেইদ খান।

ভারতীয় ক্রিকেটপ্রেমীদের এই ফাস্ট বোলারের নাম মনে থাকবে। শেষবার অর্থাৎ ২০১২ সালে যখন পাকিস্তান ভারত সফরে এসেছিল তখন ওডিআই সিরিজে তারা যে দুর্দান্ত জয় পেয়েছিল তার পেছনে অন্যতম বড় অবদান ছিল জুনেইদের। ৩ ম্যাচের ওডিআই সিরিজে তিনি ৮ উইকেট নিয়ে ভারতকে বারবার বিপদে ফেলেছিলেন। এবার তিনি ভারতের পাকিস্তানের মাটিতে পা রাখতে না চাওয়ার বিষয় নিয়ে মুখ খুলেছেন।

junaid khan

পাকিস্তানের ফাস্ট বোলার বলেছেন, ‘পাকিস্তানের পরিবেশ এখন সম্পূর্ণ স্বাভাবিক। অস্ট্রেলিয়া ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজের মতো দলগুলো যদি এই দেশের সফরে আসতে পারে তাহলে ভারত কেন পারবে না। ওরা কি ভিনগ্রহ থেকে আগত কোনও এলিয়েন যে ওদের সুরক্ষা নিয়ে অভিযোগ থাকছে! আমার মতে এই ব্যাপারে আইসিসির পদক্ষেপ নেওয়া উচিত। কারণ পাকিস্তান যদি ক্রিকেট বয়কট করে তাহলে ক্রিকেট বিশ্ব চলবে না।’

মাঝে পাকিস্তান এমন একটা প্রস্তাব দিয়েছিল যে গোটা টুর্নামেন্ট পাকিস্তানে আয়োজিত হোক এবং ভারতের ম্যাচগুলি শুধুমাত্র সংযুক্ত আরব আমির শাহের মাটিতে আয়োজিত হোক। কিন্তু বিসিসিআই এই প্রস্তাবে সাড়া দেয়নি এবং এই প্রস্তাবের বিপক্ষে ছিল শ্রীলঙ্কা এবং বাংলাদেশের ক্রিকেট বোর্ড। ফলে আসন্ন এশিয়া কাপের ভবিষ্যৎ এখনো অন্ধকারেই রয়েছে।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর