বাংলা হান্ট ডেস্ক: জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলার সুন্দরবেনি সেক্টরে বুধবার রাত থেকেই চলছে গুলির বর্ষণ। পাক সেনা নিয়ন্ত্রণ রেখা বরাবর সংঘর্ষবিরতি চুক্তি ভেঙে গোলা গুলি চালাল ভারতীয় সেনাকে লক্ষ্য করে। ভারতীয় জওয়ানরাও এর পাল্টা জবাব দিতে নিজেদের হাতিয়ার ব্যবহার করায় শুরু হয় সংঘর্ষ।
বুধবার রাত ১০.১৫ মিনিট থেকে শুরু হয় এই গুলির লড়াই। পাকিস্তানি সেনারা ছোট আগ্নেয়াস্ত্র ব্যবহার করে গুলি ছোড়ে ভারতীয় সেনাকে লক্ষ্য করে, ছোঁড়া হয় মর্টার শেলিংও। নিরাপত্তা রক্ষীরাও পাল্টা গুলি ছোঁড়ে।
মঙ্গলবারও সুন্দরবেনি সেক্টরের নিয়ন্ত্রণ রেখা বরাবর পাক সেনা গুলিবর্ষণ করে। বার বার সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করছে পাকিস্তান, সীমান্তে অস্থিরতা তৈরি করার চেষ্টাই তাদের মূল লক্ষ্য।
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার