বাংলা হান্ট নিউজ ডেস্ক: লাহোরে পাকিস্তান-অস্ট্রেলিয়ার মধ্যকার তৃতীয় টেস্ট ম্যাচের তৃতীয় দিনে ম্যাচের মাঝেই এমন কিছু ঘটনা ঘটেছে, যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচনা হচ্ছে। অস্ট্রেলিয়ার তারকা ওপেনার ডেভিড ওয়ার্নার এবং পাকিস্তানের পয়লা নম্বর ফাস্ট বোলার শাহিন শাহ আফ্রিদি ম্যাচ চলাকালীন একে অপরের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়েন এবং শুধু তাই নয়, এই দুই ক্রিকেটার এই সময়ে একে অপরের দিকে এগোতে এগোতে বড্ড বেশি কাছাকাছি চলে এসেছিলেন।
গতকাল, অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসের সময়, ডেভিড ওয়ার্নার এবং শাহীন শাহ আফ্রিদির মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা চলছিল। পাকিস্তানের ফাস্ট বোলার শাহীন শাহ আফ্রিদি যখন বল করছিলেন, তখন ডেভিড ওয়ার্নার তার একটি বলকে ডিফেন্ড করেন। তার ফলো-থ্রু শেষ করার পর, শাহিন আফ্রিদি সরাসরি ডেভিড ওয়ার্নারের কাছে পৌঁছে যান এবং দুজনেই একে অপরের খুব কাছাকাছি চলে আসেন।
ওয়ার্নারের দিকে বাউন্সার নিক্ষেপ করার পর আফ্রিদি সরাসরি ব্যাটসম্যানের কাছে গিয়ে তার দিকে শীতল দৃষ্টিতে তাকাতে শুরু করেন যা অনেক পেসারই করে থাকেন। কিন্তু এরপর ওয়ার্নারও বোলারকে চোখ দেখান। দুজনেই একে অপরের দিকে তাকিয়ে থাকেন এবং পরে হাসতে হাসতে দুজনেই সরে যান। কিন্তু এ সময় দুজনেরই ক্লিক করা ছবি ভাইরাল হয়ে যায়। ডেভিড ওয়ার্নার ছোট উচ্চতার এবং শাহীন শাহ আফ্রিদি লম্বা হওয়ায় এই ছবিটি আরও আকর্ষণীয় দেখাচ্ছে। মাঠের স্টাইল, খেলোয়াড়দের এই মজা ভক্তদের বেশ পছন্দ হয়েছে।
What a way to conclude the day 😄 #BoysReadyHain l #PAKvAUS pic.twitter.com/FafG8lkVTT
— Pakistan Cricket (@TheRealPCB) March 23, 2022
প্রসঙ্গত, ২৪ বছর পর পাকিস্তান সফরে এসেছে অস্ট্রেলিয়ান দল। এর আগে অস্ট্রেলিয়া ১৯৯৮ সালে পাকিস্তান সফর করেছিল। এখন অস্ট্রেলিয়া দল ২০২২ সালে পাকিস্তান সফরে রয়েছে। এই সফরে অস্ট্রেলিয়া ও পাকিস্তানের মধ্যে শেষ দুটি টেস্ট ম্যাচ ড্র হয়েছে। এখন দেখার বিষয় এই তৃতীয় টেস্ট ম্যাচটি ড্রয়ে শেষ হবে নাকি এই টেস্ট ম্যাচের কোনো ফল হবে কিনা। আজকের দিনটি ধরে টেস্টের এখনও ২ দিন বাকি।