বাংলা হান্ট নিউজ ডেস্ক: করাচিতে পাকিস্তান-অস্ট্রেলিয়ার মধ্যকার দ্বিতীয় টেস্ট ম্যাচের চতুর্থ দিনে মাঠে এমন কিছু ঘটনা ঘটেছিল, যা সকলকে অবাক করে দিয়েছিল। আসলে, অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যান্ট কামিন্সকে করাচির পিচে এমন কিছু করতে দেখা গিয়েছিল, যার জন্য তিনি আম্পায়ারের কাছে অভিযোগও করেছিলেন। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই আচমকা চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এমনটা হয়েছে যে করাচিতে দ্বিতীয় টেস্ট ম্যাচের চতুর্থ দিনে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যান্ট কামিন্স হঠাৎ মাঠে এসে হাতুড়ি ঠুকতে শুরু করেন। কামিন্স হাতুড়ি দিয়ে পিচে কিছু করার চেষ্টা করছিলেন। এমন পরিস্থিতিতে পাকিস্তানি অধিনায়ক বাবর আজম তা পছন্দ না করে আম্পায়ারের কাছে অভিযোগ করেন। প্যাট কামিন্সের ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হচ্ছে।
So @patcummins30 is Thor ? 😲#BoysReadyHain l #PAKvAUS pic.twitter.com/kAn8oqtVWn
— Pakistan Cricket (@TheRealPCB) March 15, 2022
আসলে পাকিস্তানের দ্বিতীয় ইনিংসের সময় পিচের উপরিভাগে কিছুটা ফাটল দেখা দেয়। এমন পরিস্থিতিতে অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স হাতুড়ি দিয়ে পিচ করার চেষ্টা করেন। পাকিস্তানের ঐতিহাসিক সফর অস্ট্রেলিয়ান দল প্যান্ট কামিন্সের নেতৃত্বে এসেছে। প্রথম ম্যাচ ড্র হওয়ার পর দুই দলেরই লক্ষ্য এই ম্যাচ জিতে সিরিজে লিড নেওয়া। এই ম্যাচে অস্ট্রেলিয়া বেশ ভালো জায়গায় ছিল।
এই ম্যাচে পাকিস্তানকে জয়ের জন্য ৫০৬ রানের টার্গেট দিয়েছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে, অস্ট্রেলিয়া পাকিস্তানের বিরুদ্ধে ৫৫৬ রানের পাহাড় গড়েছিলেন স্মিথরা, যার পরে পাকিস্তানের দল প্রথম ইনিংসে ১৪৮ রানে গুটিয়ে যায়। প্রথম ইনিংসের ভিত্তিতে অস্ট্রেলিয়া ৪০৮ রানের বড় লিড পায়। অস্ট্রেলিয়া দল দুই উইকেটে ৯৭ রানে তাদের দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার করে। যার কারণে পাকিস্তান ম্যাচ জয়ের জন্য ৫০৬ রানের লক্ষ্য পায়। বাবর আজমের শতরানের দৌলতে এই মুহূর্তে তাদের স্কোর ৪ উইকেট হারিয়ে ২৮৫। জিততে গেলে তাদের আরও ২২১ রান করতে হবে আজকের অবশিষ্ট সময়ে।