বাংলা হান্ট ডেস্কঃ পাকিস্তানে (Pakistan) প্রতিদিনই করোনা ভাইরাসের মামলা বেড়ে চলেছে। যদিও, ডাক্তারদের কাছে PPE, মাস্ক আর গ্লাভস না থাকার পরেও জনসংখ্যার অনুপাতে সেখানে করোনা ভাইরাসের সংক্রমণের মামলা অনেকটাই কম। পাকিস্তানে এখনো পর্যন্ত অফিসিয়ালি ভাবে ৭ হাজার ৪০০ এর বেশি মামলা সামনে এসেছে। এছাড়াও ১৪৩ জনের মৃত্যু হয়েছে। এবার পাকিস্তানের (Pakistan) করাচি (Karachi) থেকে এমন খবর আসছে, যেটা পাকিস্তানের ইমরান সরকারের (Imran Khan Government) উপর অনেক প্রশ্ন তুলছে। করাচি শহরের গোরস্থানে বিগত ৪৯ দিনে ৩ হাজার ২৬৫ টি দেহ কবর দেওয়া হয়েছে।
দ্য ট্রিবিউন অনুযায়ী, করাচি প্রশাসন বৃহস্পতিবার এই পরিসংখ্যান জারি করেছে। এর আগে পাকিস্তানি মিডিয়াতে খবর ছাপা হয়েছিল যে, করাচির হাসপাতালে করোনার কারণে প্রচুর মৃত্যু হয়েছে, কিন্তু প্রশাসন এই ঘটনা ধামা চাপা দিতে চাইছে। যদিও ইমরান সরকার (Imran Khan Government) এই দাবি নস্যাৎ করে দেয়। ট্রিবিউন করাচিতে কবর দেওয়া হাজার হাজার মানুষের বিষয়ে আধিকারিকদের সাথে কথা বলে, কিন্তু তাঁরা এটা খবর নিতে পারেনি য এত মৃত্যু কি করে হল?
৩২৬৫ জনের দেহ কবর দেওয়ার তথ্য করাচি মেট্রোপলিটন কর্পরেশন (KMC) জারি করেছে। এই রিপোর্ট অনুযায়ী, ডিস্ট্রিক সেন্ট্রালে ১৮১, জসিনাবাদে ৭৬, শাখি হাসানে ২৭৩, আল নূরে ৩০, মোহম্মদ শাহ কবরস্থানে ৬৮১, গসদর বাবা কবরস্থানে ৪৩০ টি দেহ দফন করা হয়েছে। এই তথ্য অনুযায়ী, করাচির সরকারি হাসপাতালের এমার্জেন্সিতে বছরের শুরুতে ১০ হাজার ৭৯১ জন রোগী নেওয়া হয়েছিল। যাঁদের মধ্যে ১২১ জন তখনই মারা যায়। গোরস্থানে এত দেহ দফন করার মামলা সোজাসুজি করাচির সরকারি হাসপাতালের সাথে যুক্ত। কিন্তু এদের মধ্যে কতজনের করোনা ছিল সেটা এখনো জানা যায়নি।
ইন্দোনেশিয়া, মালয়েশিয়া আর ভারতের পর পাকিস্তানেও করোনা ছড়িয়ে পড়ার জন্য তাবলীগ জামাতের দিকে আঙুল উঠেছে। শুক্রবার তাবলীগের ৪২৯ জন সদস্যের মধ্যে করোনা পজেটিভ পাওয়া গেছে। এছাড়াও পাঞ্জাবে ১১০০ এর বেশি তাবলীগ সদস্যদের মধ্যে করোনা পাওয়া গেছে। তাবলীগ জামাতিরা সরকারের নিষেধের পরেও মার্চে অনুষ্ঠানের আয়োজন করেছিল।