ভারতের বিরুদ্ধে “টার্গেট কিলিং”-এর অভিযোগ পাকিস্তানের, মুখ খুলল আমেরিকাও

বাংলা হান্ট ডেস্ক: এবার ফের একটি চাঞ্চল্যকর অভিযোগ করল পাকিস্তান (Pakistan)। মূলত, পাকিস্তানে ভারতের (India) মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসবাদীদের ক্রমাগত নিকেশ করা হচ্ছে। যার কারণে পাকিস্তান বিব্রত। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, সম্প্রতি পাকিস্তান অভিযোগ করেছে যে তার দেশে “টার্গেট কিলিং”-এর পেছনে ভারতের হাত রয়েছে। ব্রিটিশ সংবাদপত্র “দ্য গার্জিয়ান’-এ প্রকাশিত রিপোর্টে এই বিষয়টি উপস্থাপিত করা হয়েছে।

এমতাবস্থায়, এখন এই বিষয়টির পরিপ্রেক্ষিতে আমেরিকার প্রতিক্রিয়াও প্রকাশ পেয়েছে। ভারতকে নিয়ে পাকিস্তানের এই অভিযোগের পরিপ্রেক্ষিতে আমেরিকা স্পষ্ট বলে দিয়েছে যে “আমরা এই বিষয়ে কোনও মন্তব্য করব না।”

আমেরিকার প্রতিক্রিয়া: মার্কিন বিদেশ দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন যে, “আমরা এই বিষয়ে মিডিয়া রিপোর্টগুলি অনুসরণ করছি। এই অভিযোগগুলির বিষয়ে আমরা মন্তব্য করতে পারি না। তবে অবশ্যই, আমরা এই বিষয়ে হস্তক্ষেপ করছি না। আমরা উভয় পক্ষকে উত্তেজনা এড়াতে এবং একটি সমাধান খুঁজে বের করার লক্ষ্যে এগিয়ে আসার জন্য অনুরোধ করছি।”

আরও পড়ুন: হাতে করেই ছোঁড়া যাবে ক্ষেপণাস্ত্র! নিমেষে ধ্বংস হবে শত্রুবিমান, রাশিয়ার ইগলা-এস দিয়েই বাজিমাত ভারতের

পাকিস্তানের অভিযোগ: উল্লেখ্য যে, সম্প্রতি ব্রিটিশ পত্রিকা “দ্য গার্জিয়ান”-এ একটি রিপোর্ট প্রকাশিত হয়। ওই রিপোর্টে বলা হয়, পাকিস্তানে যে টার্গেট কিলিং হচ্ছে তার পেছনে ভারতের হাত রয়েছে। রিপোর্টে আরও বলা হয়েছে যে ভারত ২০২০ সাল থেকে পাকিস্তানে ২০ জন সন্ত্রাসবাদীকে নির্মূল করেছে। এই রিপোর্টের পরই পাকিস্তান ভারতের বিরুদ্ধে “টার্গেট কিলিং”-এর অভিযোগ আনে।

আরও পড়ুন: এবার হবে আসল অ্যাকশন! “ড্রাগন বধে” রাশিয়া থেকে আসছে তুশীল-তমাল, সমুদ্রে দাপট দেখাবে ভারত

ভারতের উত্তর: এদিকে, ভারত পাকিস্তানের এহেন অভিযোগ সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছে। এই বিষয়ের পরিপ্রেক্ষিতে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন যে, এই অভিযোগগুলি মিথ্যে। পাশাপাশি, তিনি এও বলেন “টার্গেট কিলিং” ভারতের বিদেশনীতিতে নেই।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর