কাশ্মীরে রক্তপাতের পালটা ‘দাওয়াই’, ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ খানের ছবি-সূত্র

Published On:

বাংলাহান্ট ডেস্ক : উরি হামলার পর ভারতে কাজ করার সব দরজা বন্ধ হয়েছিল পাকিস্তানি (Pakistan) শিল্পীদের। সম্প্রতি সেই নিষেধাজ্ঞা ঢিলে হতে শুরু করায় আবারও বলিউডে কামব্যাকের জন্য কোমর বাঁধছিলেন পাকিস্তানি (Pakistan) অভিনেতা ফাওয়াদ খান। কিন্তু এবার সেই পরিকল্পনায় পাকাপাকি ভাবে দাঁড়ি পড়তে চলেছে বলে খবর। সরকারি সূত্রে খবর, ফাওয়াদ খান এবং বাণী কাপুরের আসন্ন ছবি মুক্তি পাবে না দেশে।

ফাওয়াদের (Pakistan) ছবি মুক্তি না পাওয়ার ঘোষণা ভারতে

কাশ্মীর হামলার পরেই সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার দাবি উঠেছে। আসন্ন ছবিতে পাক (Pakistan) অভিনেতা ফাওয়াদ খানের থাকা নিয়েই বিতর্ক তুঙ্গে উঠেছে। সমস্যা ছিল আগে থেকেই। আর এবার কাশ্মীরে যা ঘটল, তারপরে প্রশ্ন উঠছে, এরপরেও কি পাক শিল্পীদের ভারতে প্রবেশের এবং কাজের অনুমতি থাকবে? উল্লেখ্য, বম্বে হাইকোর্ট ২০২৩ সালের একটি পিটিশন খারিজ করে দিয়েছে, যেখানে দাবি করা হয়েছিল, পাক (Pakistan) শিল্পীদের এদেশে সম্পূর্ণ নিষিদ্ধ করতে হবে। তবে আদালতের সায় না থাকলেও একাধিক রাজনৈতিক দল এবং ফিল্ম অ্যাসোসিয়েশনের তরফে পাকিস্তানি শিল্পীদের সঙ্গে কাজ করায় আপত্তি প্রকাশ করা হয়েছে।

Pakistan actor fawad khan movie may not release in India

ছবির মুক্তি নিয়ে বিতর্ক: সূত্রের খবর বলছে, ভারতে মুক্তি নাও পেতে পারে আবির গুলাল। এর আগে দ্য ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ এর তরফে ছবির উপরে নিষেধাজ্ঞা জারি করার দাবি করা হয়েছিল। প্রতিষ্ঠানের তরফে বলা হয়েছিল, আবির গুলাল যাতে ভারতে মুক্তি না পায় তার জন্য সবরকম ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ছবির নির্মাতাদের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছিল।

আরো পড়ুন : শ্রীনগর যাচ্ছেন সেনাপ্রধান, রাষ্ট্রপতি ভবনে অমিত শাহ-জয়শঙ্কর, কালই কাশ্মীর নিয়ে বড় সিদ্ধান্তের পথে দিল্লি?

পাক শিল্পীদের উপরে নিষেধাজ্ঞা: FWICE এর প্রেসিডেন্ট বলেন, আবির গুলাল ছবির গান বা কোনো দৃশ্যও যাতে দেশের কোথাও মুক্তি না পায় তার জন্য নির্দেশ দেওয়া হয়েছে প্রতিটি প্ল্যাটফর্মকে। ছবির টিমকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, ভবিষ্যতে কোনো পাকিস্তানি (Pakistan) শিল্পীর সঙ্গে কাজ না করতে। পাকিস্তানি শিল্পীদের কোনো গান, পারফরম্যান্স কোথাও আর আপলোড করা হবে না।

আরো পড়ুন : বিকল্প পেনশন স্কিমেও না-খুশ কর্মীরা, অস্বস্তি বাড়ল কেন্দ্রের

তিনি বলেন, কাশ্মীরে সন্ত্রাসবাদী হামলায় বিনোদনের ক্ষেত্রে দুই দেশের মধ্যে দূরত্ব যে অনেকটা বাড়বে তাতে কোনো সন্দেহ নেই। আবারও একবার পরিস্থিতি জটিল হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রসঙ্গত, আবির গুলাল ছবির প্রচার দুবাইতে সারছে টিম। ছবিটি শুটও হয়েছে লন্ডনে। আগামী ৯ ই মে মুক্তি পাওয়ার কথা রয়েছে ছবিটির।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

X