বাংলা হান্ট ডেস্ক: সম্প্রতি পহেলগাঁও-তে ভয়াবহ সন্ত্রাসবাদী হামলার জেরে যথেষ্ট প্রভাবিত হয়েছে ভারত-পাকিস্তান (Pakistan) সম্পর্ক। ঠিক এই আবহেই এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এলেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির। জানিয়ে রাখি যে, ইতিমধ্যেই ভারতে ব্যান করা হয়েছে এই অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ার পেজ। এদিকে, ভারতে হানিয়া আমিরের অনুরাগের সংখ্যাও যথেষ্ট।
ভারতে নিষিদ্ধ পাকিস্তানি (Pakistan) অভিনেত্রী হানিয়া আমির:
এমতাবস্থায়, তাঁর সোশ্যাল মিডিয়ার পেজেও তাই নজর রাখতেন অনেকে। এর পাশাপাশি, ভারতীয় বিনোদন জগতের একাধিক তারকার সঙ্গেও যোগাযোগ রয়েছে হানিয়ার। ভারতীয় গায়ক বাদশা হানিয়ার বন্ধু। এর পাশাপাশি, দিলজিৎ দোসাঞ্জের সঙ্গেও এই অভিনেত্রীর ছবি করার কথা ছিল। যদিও, সাম্প্রতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে তা আদৌ সম্ভব কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে।
এদিকে, সম্প্রতি হানিয়ার (Hania Amir) একটি পোস্ট তুমুল ভাইরাল হয়েছে। যেখানে তিনি নিজের দেশের সেনা প্রধানকেই আসল “ষড়যন্ত্রী” বলে অভিহিত করেছেন। শুধু তাই নয়, হানিয়া সাহায্য চেয়েছেন ভারতের প্রধানমন্ত্রীর কাছেও। যদিও, তাঁর নামের অপব্যবহার করার মাধ্যমে পাকিস্তানি (Pakistan) সেনা প্রধানের নামে যে পোস্ট করা হয়েছে তা সম্পূর্ণ ভুয়ো বলে দাবি করেন হানিয়া। এই আবহেই এবার এই অভিনেত্রীর ছবি ভারতীয়দের জন্য বিক্রি হচ্ছে মাত্র ২৫ টাকায়। হ্যাঁ, প্রথমে বিষয়টি পড়ে অবাক হলেও এটা কিন্তু একদমই সত্যি।
আরও পড়ুন: দ্বিতীয়বার প্রেমে “ক্লিন বোল্ড” শিখর ধাওয়ান! গব্বরের নতুন প্রেমিকা কে? জানলে অবাক হবেন
জানিয়ে রাখি যে, “মেরে হমসফর” থেকে শুরু করে “মুঝে পেয়ার হুয়া থা”-র মতো জনপ্রিয় পাকিস্তানি ছবিতে অভিনয় করে বিনোদন জগতের পরিচিত মুখ হয়ে ওঠেন হানিয়া। কিন্তু, ভারতে হানিয়াকে নিষিদ্ধ করার পাশাপাশি পাকিস্তানের (Pakistan) একাধিক ইউটিউব চ্যানেলকে ব্যান করা হয়েছে। ওই চ্যানেলগুলিতে হানিয়া আমিরের ধারাবাহিক দেখা যেত। এদিকে, এই আবহে হানিয়ার অনুরাগীদের জন্য শুরু হয়েছে নতুন জালিয়াতি।
আরও পড়ুন: “আসিম মুনির একজন সাইকোপ্যাথ”, পাক সেনা প্রধানকে ঘিরে পাকিস্তানের অন্দরেই চরম অসন্তোষ
ইতিমধ্যেই এই প্রসঙ্গে ইনস্টাগ্রামে একজন পোস্ট করে জানান, হানিয়া আমিরের ধারাবাহিক দেখতে চাইলে তাঁর সাথে যেন যোগাযোগ করা হয়। সেক্ষেত্রে এপিসোড পিছু তিনি দাম নির্ধারণ করেন মাত্র ২৫ টাকা। আর এই ঘটনার পরিপ্রেক্ষিতেই ইতিমধ্যেই নেটমাধ্যমে শুরু হয়েছে হাসাহাসি। অনেকেই হানিয়ার ধারাবাহিক দেখার ক্ষেত্রে আগ্রহ প্রকাশ করলেও কিছুজন আবার এই বিষয়ের তীব্র প্রতিবাদ জানিয়েছেন।
দেখুন গুরুত্বপূর্ণ ভিডিও: