পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত সংকট! পাক সেনাছাউনি লক্ষ্য করে গোলাবর্ষণ তালিবানের, ক্ষুব্ধ ইসলামাবাদ

বাংলাহান্ট ডেস্ক : পাকিস্তান (Pakistan) ও তালিবান (Taliban) শাসিত আফগানিস্তানের (Afghanistan) মধ্যে চরমে উঠেছে সীমান্ত সংঘাত। সীমান্তে পাকিস্তানের সেনাঘাঁটিকে নিশানা করে করে একের পর এক গোলাবর্ষণ করছে চলছে কাবুল। এমনই অভিযোগ জানিয়েছে ইসলামাবাদ (Islamabad)। এই প্রসঙ্গেই আফগানিস্তান প্রশাসনের প্রতিনিধিদের ডেকে তীব্র প্রতিবাদ জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, শুক্রবার ইসলামাবাদে থাকা তালিবানের (Taliban) প্রতিনিধিদের ডেকে পাঠায় পাকিস্তানের বিদেশমন্ত্রক। পাক-আফগান সীমান্তে অবস্থিত চমন-স্পিন বলডাক এলাকায় আফগানিস্তান বাহিনীর গোলাবর্ষণের তীব্র সমালোচনা করা হয়। এই প্রসঙ্গে জারি করা এক বিবৃতিতে পাক বিদেশমন্ত্রক জানিয়েছে, ‘ ইদানিং কালে চমন-স্পিন বলডাক এলাকায় বিনা প্ররোচনায় গোলাবর্ষণ করছে আফগান সীমান্তরক্ষী বাহিনী। এতে প্রচুর প্রাণহানি ঘটেছে। ধ্বংস হয়েছে সম্পত্তিও। এই বিষয়ে আফগানিস্তানের রাষ্ট্রদূতকে ডেকে প্রতিবাদও জানানো হয়েছে।’

   

tal

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার আফগান-পাক সীমান্তে ভয়াবহ গোলাবর্ষণ করে তালিবানের সীমান্তরক্ষী বাহিনী। ওই ঘটনায় একজনের মৃত্যু হয়েছে বলে জানা যায়। আহত হন অন্তত পনেরো জন। তাদের মধ্যে রয়েছে শিশু ও মহিলারাও। তীব্র উত্তেজনা ছড়ায় চমন মার্কেট এলাকায়। বাজার বন্ধ করে দিতে বাধ্য হয় পাক প্রশাসন। সংঘাতের পর থেকেই ওই এলাকায় আরও সেনা মোতায়েন করেছে পাক প্রতিরক্ষা দফতর।

তবে এই প্রথম নয়, এর আগেও সীমান্ত নিয়ে একাধিক বার সংঘাতে জড়ায় পাকিস্তান সেনা ও তালিবান শাসিত আফগান। গত ফেব্রুয়ারি মাসে দু’টি আলাদা ঘটনায় পাক সীমান্ত লাগোয়া আফগানিস্তানের নিমরোজ ও নানগরহার প্রদেশে সীমান্ত বরাবর বেড়া দেওয়ার কাজ শুরু করে পাক সেনা। কিন্তু সেই ফেন্সিং ভেঙে দেয় সেখানে মোতায়েন তালিবান সীমান্তরক্ষী বাহিনী। এমনকি, বাধা দিলে পাক সেনাদের গুলি করারও হুমকি দেয় তারা।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর