বাংলা হান্ট ডেস্ক :- ইতিমধ্যেই জানা গিয়েছে বালাকোট এয়ারস্ট্রাইকের মতো ভারত আবার আক্রমণ করতে চলেছে পাকিস্তানে। সম্প্রতি একটি রিপোর্টে জানা গিয়েছে ভীত পাকিস্তান এর মধ্যেই মোতায়েন করেছে ৩০০টি ট্যাঙ্ক।
২৬শে ফেব্রুয়ারি ভারতীয় বায়ুসেনা পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে জইশ ই মহম্মদের ক্যাম্পে এয়ারস্ট্রাইক করে। বালাকোট ওই এয়ারস্ট্রাইকে যে টার্গেটগুলি নষ্ট করা হয়েছে, তার মধ্যে মাসুদ আজহরের অতিথিশালা, যেখানে তার ভাই আব্দুল রৌফ আজহর থাকত এবং সেখানে একটি জঙ্গি প্রশিক্ষণ হোস্টেলও ছিলো৷
পাকিস্তানের একটি রিপোর্টে জানা যায়,পাকিস্তানের বিদেশমন্ত্রী ঘটনাটি ঘটার সঙ্গে সঙ্গেই এই ব্যপারটি খারিজ করে দেন। তিনি একটি সংবাদমাধ্যমকে জানিয়েছে, ভারতীয় বিমানগুলি ১৬০ সেকেন্ডে পজিশন নেয় এবং এবং এয়ারস্ট্রাইক করে ফিরে আসে৷
সাম্প্রতিক একটি রিপোর্ট অনুযায়ী ২৬ ফেব্রুয়ারি করা এয়ারস্ট্রাইকে ১৭০ জন জইশ জঙ্গি নিহত হন৷ এই রিপোর্টটি কোনো ভারতীয় সংবাদ মাধ্যম বা ভারতীয় এজেন্টদের দ্বারা প্রকাশিত হয়নি। এটি প্রকাশ করেছেন ইতালির প্রখ্যাত সাংবাদিক ফ্রানচেসকো মারিনো।