বাংলাHunt :রাষ্ট্রসংঘ যখন ঘোষণা করল মাসুদ আজহার জঙ্গি। সেই সময়ে গোটা ভারত আনন্দে উদ্বেলিত হয়ে পড়ল এবং সেই সাথে সাথে ভারতের এই কান্ডারীর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিভিন্ন মহল থেকে এবং সোশ্যাল সাইটে শুভেচ্ছা জানানো হলো। মোদির এই নয়া নীতি কে কুর্নিশ জানালো ভারতবর্ষের একাংশ।
ভারত সরকারের তরফ থেকে দাবি করা হয়েছে, যে মাসুদ আজহার একজন জঙ্গি কিন্তু রাষ্ট্রের সঙ্গে চীনের চাপে তা এতদিন আটকে ছিল।
অবশেষে ভারতের মুকুটে পালক কিন্তু যেহেতু ভারতে লোকসভা নির্বাচন হচ্ছে এই লোকসভা নির্বাচনে মানুষ এখনো তিনটা দফার ভোট বাকি আছে, সেই পরিপ্রেক্ষিতে মাসুদ আজহার কে মোদি সরকারের সাফল্য তুলে ধরতে চাইছে বলে মনে করবে রাজনৈতিক মহল। এতে মোদি সরকার ক্ষমতায় আসার ক্ষেত্রে আরও একধাপ এগিয়ে যাবে
এতে মোদি সরকার ক্ষমতায় আসার ক্ষেত্রে আরও একধাপ এগিয়ে যাবে।