ঘুরে দাঁড়াচ্ছে পাকিস্তানি মুদ্রা! তবে Indian Rupee’র ধারেকাছেও নেই! ভারতের ১ টাকা পড়শি দেশে কত?

বাংলাহান্ট ডেস্ক : ১৯৪৭ সালে দেশভাগের পর ভারত ও পাকিস্তান (Pakistan) দুটি আলাদা স্বাধীন রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করে। দেশভাগের সাথে সাথে বদলে যায় দুই দেশের মুদ্রাও। ভারত (India) ও পাকিস্তান দুই দেশেই মুদ্রাকে ডাকা হয় রুপিয়া নামে। ভারতের বিভিন্ন প্রান্তে অবশ্য মুদ্রার নাম ভাষা বিশেষে ভিন্ন।

ভারতের নিরিখে পাকিস্তানের (Pakistan) মুদ্রার অবস্থা

১৯৪৭ সালের আগস্ট মাসে স্বাধীন হয় ভারত ও পাকিস্তান। প্রায় একই সাথে স্বাধীন হওয়া দুটি দেশ কিন্তু আজ বিশ্ব বাজারে আকাশ ও পাতাল অবস্থানে অবস্থান করছে। স্বাধীনতার পর থেকে নাশকতামূলক ষড়যন্ত্র ও রাজনৈতিক কোন্দলে জর্জরিত পাকিস্তান। স্বাধীনতার পর থেকেই পাকিস্তানের মুদ্রার  মূল্য ভারতীয় মুদ্রার থেকে অনেকটাই কম।

Pakistan Present Economy Condition

তবে আমাদের দেশ ভারত স্বাধীনতার পর থেকে হাজার-হাজার প্রতিবন্ধকতা দূর করে আজ হয়ে উঠেছে বিশ্বের অন্যতম শক্তিধর রাষ্ট্র। ডলারের নিরিখে ভারতের টাকার দাম সাম্প্রতিক অতীতে বেশ খানিকটা পড়েছে। তার প্রভাব দেখা দিয়েছে ভারত ও পাকিস্তানের মুদ্রার (Pakistan Currency) দামেও।

আরোও পড়ুন : আবাস যোজনা নিয়ে বড় খবর! এবার ফেরাতে হবে টাকা! নির্দেশ আসতেই হইচই রাজ্যে

মঙ্গলবার ভারতের ১ টাকার মূল্য ছিল পাকিস্তানের (Pakistan) ৩ টাকা ২২ পয়সার সমান। মাসখানেক আগে ভারতের ১ টাকা পাকিস্তানের ৩ টাকা ২৭ পয়সার সমান ছিল। তবে একাধিক কারণে এক মাসের মধ্যে বেশ খানিকটা পতন হয় টাকার দামের। সেই প্রভাব লক্ষ্য করা গেছে ভারত ও পাকিস্তানের মুদ্রার দামের উপরেও।

Pakistan Present Economy Condition

আজ ১ মার্কিন ডলারের বিনিময়ে ভারতে পাওয়া যাচ্ছে ৮৬.৫৩ ভারতীয় রুপি (Indian Rupee)। অন্যদিকে, ১ মার্কিন ডলার পাকিস্তানের ২৭৭.৩০ পাকিস্তানি রুপির সমান। এই আবহে পাকিস্তানি মুদ্রা টক্কর দিতে পারছে না ভারতীয় রুপিকেও। ভারতীয় মুদ্রার নিরিখে পাকিস্তানি রুপির দাম এখনো অনেকটাই পিছিয়ে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর