সংসদ ভবনে ‘অখণ্ড ভারত’ মানচিত্র দেখে ফুঁসে উঠেছে পাকিস্তান! পাত্তাই দিল না নয়া দিল্লি

বাংলা হান্ট ডেস্ক : নতুন সংসদ ভবনে (New Parliament) স্থাপিত হয়েছে মোদি সরকারের ‘অখণ্ড ভারত’ (Akhanda Bharat) মানচিত্র। তা নিয়ে দেশ-বিদেশে শুরু হয়েছে বিতর্ক। বিদেশ মন্ত্রকের পক্ষ থেকল এ প্রসঙ্গে মুচলেকা দেওয়া হয়েছে। এদিকে, ‘অখন্ড ভারতের’ এই মানচিত্র দেখে একদিকে বিরোধীরাও যেমন আক্রমণ শানিয়েছে, অপরদিকে ভারতকে নিশানা করেছে নেপাল (Nepal) ও পাকিস্তান (Pakistan)

বিরোধীদের দাবি, এই মানচিত্র আরএসএসের ভারতকে হিন্দুরাষ্ট্র বানানোর পরিকল্পনাকেই শিলমোহর দিয়েছে। বিতর্কিত মানচিত্র নিয়ে তোপ দেগেছে পাকিস্তান। পাকিস্তানের বিস্তীর্ণ অংশ সেখানে ভারতের অংশভূত। ইসলামাবাদে এই নিয়ে প্রতিবাদও হয়েছে।

পাক সরকারের বিভিন্ন প্রতিনিধি ছুঁড়ে দিচ্ছেন হুঁশিয়ারি। তবে এ বিষয়ে ঐতিহাসিক মহলের দাবি, এটা এখনকার কোন পরিকল্পনা নয়। আসলে সংসদ ভবনে থাকা এই মানচিত্র সম্রাট অশোকের রাজত্বকালে ভারতের মানচিত্র। শুক্রবার সেই তত্ত্বই শোনা গেল বিদেশ মন্ত্রকের মুখপাত্রের কণ্ঠে।

akhanda bharat
তোপ দেগেছে নেপালও। মানচিত্রে গৌতম বুদ্ধের জন্মস্থান লুম্বিনী ও কপিলাবস্তুকে ভারতের অংশ হিসেবে দেখানো হয়েছে। যা নিয়ে নেপাল মারাত্মক ক্ষুব্ধ। নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি ও বাবুরাম ভট্টরাই রীতিমত হুঁশিয়ারি দিচ্ছেন। ভারতের এমন পদক্ষেপে এবার নেপালের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার সম্ভাবনা বাড়ছে।

বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি এদিন জানিয়েছেন, ‘সম্রাট অশোকের শাসনাধীন ভারতবর্ষের চিত্র এটি। এর উপর পালি ও খরোষ্ঠী ভাষায় লেখা সুশাসন কী ভাবে সম্ভব! এ নিয়ে অযথা বিতর্ক হওয়া উচিত নয়।’ তিনি এও বলেন, পাকিস্তানে এ নিয়ে কোথায় কী প্রতিবাদ হচ্ছে তা কেন্দ্র সরকারের জানার কথা নয়। এই মুহূর্তে ভারত সফরে আসা নেপাল প্রধানমন্ত্রী পুস্পকমল দহল ‘প্রচন্ডে’র সঙ্গে এ নিয়ে ভারত সরকারের কোনো আলোচনা হয়নি।

প্রসঙ্গত, আরএসএসের ‘অখণ্ড ভারত’ এবং সনাতন ধর্মগুরুদের ‘হিন্দু রাষ্ট্র’ তথা সেই রাষ্ট্রের প্রস্তাবিত নতুন সংবিধান, খসড়া, মুসলমান ও খ্রিষ্টানদের ভোটাধিকার না থাকার মতো বিষয়ে ক্ষমতাসীন বিজেপির শীর্ষনেতারা আশ্চর্যজনকভাবে নীরব। কেন্দ্রীয় বা রাজ্য পর্যায়ের কোনো নেতাই মোহন ভাগবত বা প্রহ্লাদ জোশির বক্তব্য নিয়ে কোনো মন্তব্য করেননি। হায়দরাবাদের আইমিম নেতা ও সাংসদ আসাউদ্দিন ওয়েইসি বলেন, ‘আগে চিন ও পাকিস্তানের দখল থেকে জমি উদ্ধার করে দেখাক সরকার, তার পর না হয় অখণ্ড ভারতের কথা ভাবা যাবে।’

Avatar
Sudipto

সম্পর্কিত খবর