ফের হামলা, বালোচ বিদ্রোহীদের হানায় নিহত একাধিক পাক সেনা! অগ্নিগর্ভ পরিস্থিতি

বাংলা হান্ট ডেস্ক : অগ্নিগর্ভ বালোচিস্তান (Balochistan)। বিদ্রোহের আগুনে জ্বলছে গোটা এলাকা জুড়ে। বিদ্রোহীদের সঙ্গে চলছে পাক সেনার অনবরত লড়াই। বিদ্রোহ দমনে নির্বিচারে অত্যাচার চালাচ্ছে পাক ফৌজ। এই রকম পরিস্থিতিতে ফের রক্তাক্ত হল পাকিস্তানের সবচেয়ে বড় প্রদেশ বালোচ।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, শুক্রবার বালোচিস্তানের মুসলিম বাগ এলাকায় আধা সামরিক বাহিনী ফ্রন্টিয়ার কন্সটেব্যুলারির ক্যাম্পে হামলা হয়। ওই হামলায় দুই জওয়ান নিহত হয়েছেন। তবে গুলির লড়াইয়ে মৃত্যু হয় দুই হামলাকারীরও। পাক সেনার পক্ষ এক বিবৃতি জারি করে বলা হয়েছে, হামলাকারীদের পাকড়াও করতে অভিযান চালানো হচ্ছে।

   

pakistan

পাকিস্তানের অবসান ঘটিয়ে নিজেদের স্বাধীন করতে দীর্ঘদিন ধরেই লড়াই চালাচ্ছে বালোচরা। পালটা গুমখুন, হত্যা ও ধর্ষণের মতো অমানুষিক অত্যাচার চালিয়ে বিদ্রোহের আগুন নেভানোর চেষ্টা করছে ইসলামাবাদ। বিশেষ করে চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডর তৈরি হওয়ার পর থেকেই আরও অশান্ত হয়ে উঠেছে বালোচিস্তান। অভিযোগ, খনিজ সমৃদ্ধ প্রদেশটিকে কার্যত লুট করছে ইমরান খানের প্রশাসন। প্রতিদানে বালোচ জনতা পেয়েছে শুধু নির্যাতন ও দারিদ্র।

আন্তর্জাতিক রাজনৈতিক মহল মনে করছে গত নভেম্বরে তেহরিক-ই-তালিবান পাকিস্তান বা পাকিস্তানি তালিবানের (TTP) সঙ্গে ইসলামাবাদের শান্তি আলোচনা ভেস্তে যাওয়ায় হিংসা বাড়ছে। ভবিষ্যতে আরও সন্ত্রাসবাদী হামলা চালাবে তারা। পরিস্থিতি আরও জটিল করে এবার পাক তালিবানের সঙ্গে হাত মিলিয়েছে বালোচ বিদ্রোহী সংগঠনগুলি।

২০১৫-তে স্বাক্ষর হওয়া মউয়ের ভিত্তিতে চিন-পাকিস্তানের মধ্যে অর্থনৈতিক করিডর বা সিপিইসি নির্মাণকার্য শুরু হয়েছে৷ চিনের প্রস্তাবিত ‘ওয়ান বেল্ট, ওয়ান রোড’ নীতির উপর ভিত্তি করে, তাদের অর্থ সাহায্যেই এই করিডর তৈরি হচ্ছে৷ পাকিস্তানের গদর পোর্ট থেকে চিনের শিনজিং প্রদেশ পর্যন্ত মোট ২,০০০ কিলোমিটার দীর্ঘ এই পথটি তৈরি করা হচ্ছে৷ এই করিডর নিয়ে প্রথম থেকেই বিক্ষোভ প্রদর্শন করে আসছেন বালোচিস্তান-সহ গিলগিট-বালতিস্তান ও পিওকে-র নাগরিকরা৷

Avatar
Sudipto

সম্পর্কিত খবর