নিজের দেশের শিশুদের ওপরেই ড্রোন হামলা চালাল পাকিস্তানের সেনাবাহিনী! মৃত ৪, প্রশ্নের মুখে মুনির

Published On:

বাংলা হান্ট ডেস্ক: ভারতের কাছে নাজেহাল হওয়ার পর পাকিস্তানি (Pakistan) সেনাবাহিনী এখন ক্ষুব্ধ। ঠিক এই আবহেই একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, পাকিস্তানি সেনাবাহিনী এবার তার নিজের দেশের শিশুদের ওপর ড্রোন হামলা চালিয়েছে। এই ঘটনায় ৪ জন শিশু মারা গেছে। এর ফলে জনগণ পাক সেনাপ্রধান আসিম মুনিরের ওপর ক্ষুব্ধ হয়ে উঠেছে। ঘটনাটি খাইবার পাখতুনখোয়ার উত্তর ওয়াজিরিস্তানের। যেখানে পাকিস্তানি সেনাবাহিনীর ড্রোন হামলায় ৪ জন নিষ্পাপ শিশু মৃত্যুবরণ করেছে। এছাড়াও ওই ঘটনায় শিশু ও মহিলাসহ ৩৮ জন আহত হয়েছেন।

পাকিস্তানে (Pakistan) ভয়াবহ ঘটনা:

জানা গিয়েছে যে, পাকিস্তানি (Pakistan) সেনাবাহিনী ড্রোন দিয়ে আবাসিক এলাকাগুলিকে লক্ষ্য করে বোমা ফেলেছে। গভীর রাতে, এই হামলার ঘটনা ঘটে। সেই সময়ে স্বাভাবিকভাবেই সবাই ঘুমিয়েছিলেন। তখনই পাকিস্তানি সেনাবাহিনী আক্রমণ করে। যার ফলে নিষ্পাপ শিশুদের মৃত্যু হয়েছে। এই হামলার পর পাকিস্তানের একাধিক এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।

Pakistan army carried out drone attacks on its own children.

ক্ষুব্ধ জনতা রাস্তা অবরোধ করে: এদিকে, শিশুদের মৃতদেহ বহনকারী একদল লোক মীর আলী ক্যান্টনমেন্টের ফটক অবরোধ করে। ইতিমধ্যেই পেশোয়ারে, শিক্ষার্থীরা পাকিস্তান (Pakistan) সরকার এবং সেনাবাহিনীর বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেছে। আসীম মুনিরের সৈন্যদের এই কাপুরুষোচিত কর্মকাণ্ডে জনগণের মধ্যে প্রচণ্ড ক্ষোভ বিরাজ করছে।

আরও পড়ুন: ২০২৫-এর IPL-এ সফর শেষ বৈভব সূর্যবংশীর! রানপিছু পেলেন হাজার হাজার টাকা, চমকে দেবে হিসেব

এখনও পর্যন্ত আসীম মুনিরের সেনাবাহিনীর পক্ষ থেকে নিরীহ শিশুদের হত্যার বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পাশাপাশি, পাকিস্তান (Pakistan) সরকারও নীরব রয়েছে। অপরদিকে, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফকে নিহত শিশুদের সম্পর্কে প্রশ্ন করা হলেও তিনি কোনও উত্তর দেননি।

আরও পড়ুন: ভারতের সম্পূর্ণভাবে সাক্ষর রাজ্যের তকমা পেল মিজোরাম, কীভাবে মিলল সাফল্য? জানালেন মুখ্যমন্ত্রী

পাকিস্তানে শিশু মৃত্যুর ঘটনায় শুরু হইচই: প্রসঙ্গত উল্লেখ্য যে, পাকিস্তানি সেনাবাহিনীর ড্রোনের আঘাতে শিশুদের মৃত্যুর ঘটনায় পাকিস্তানে (Pakistan) তোলপাড় চলছে। পাকিস্তানি সাংবাদিকরা এখন এই বিষয়টি নিয়ে প্রশ্ন তুলছেন। এদিকে, এই ঘটনা ফের পাকিস্তানি সেনাবাহিনীর আসল চেহারা উন্মোচিত করেছে। এর আগে, বুধবার পাকিস্তানের অস্থির বালোচিস্তান প্রদেশের কুজদার জেলায় একটি বিশাল বোমা বিস্ফোরণের খবর ছড়িয়ে পড়ে। সেটি একটি আত্মঘাতী হামলা ছিল বলে জানা যায়। যেটিতে একটি স্কুল বাসকে “টার্গেট” করা হয়েছিল।

দেখুন গুরুত্বপূর্ণ ভিডিও:

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

X