‘গঠনমূলক’ আলোচনায় সাহায্যের জন্য তৈরি আমেরিকা, পাক সেনাপ্রধানের সঙ্গে কথা বললেন মার্কো রুবিও

Published On:

বাংলাহান্ট ডেস্ক : ভারত-পাকিস্তানের মধ্যে বাড়তে থাকা ঘাত প্রত্যাঘাতের মাঝেই ফের উত্তেজনা প্রশমনে সচেষ্ট আমেরিকা (America)। শুক্রবার পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সঙ্গে কথা বলেন মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও। ভারতের বিরুদ্ধে সামরিক উত্তেজনা প্রশমনের জন্য তিনি আবারও আর্জি জানিয়েছেন বলে একটি বিবৃতিতে জানান মার্কিন বিদেশ দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস।

পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে কথা মার্কিন (America) বিদেশ সচিবের

বিবৃতিতে জানানো হয়, পাক সেনাপ্রধানের সঙ্গে কথা হয়েছে মার্কো রুবিওর। দুই পক্ষকেই উত্তেজনা কমানোর জন্য উপায় খোঁজার বিষয়ে আর্জি জানিয়েছেন তিনি। একই সঙ্গে ‘গঠনমূলক’ আলোচনার ক্ষেত্রে আমেরিকার (America) সাহায্যের প্রস্তাবও দিয়েছেন বিদেশ সচিব, যাতে ভবিষ্যতে কোনো রকম সংঘাত এড়ানো যায়।

Pakistan army chief contacted by america marco rubio

আগেও উত্তেজনা কমানোর জন্য আর্জি: উল্লেখ্য, এর আগে ভারতীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গেও কথা বলেছিলেন রুবিও। ভারত এবং পাকিস্তানের মধ্যে দ্রুত এবং সরাসরি আলোচনার প্রতি জোর দিয়ে এ বিষয়ে মার্কিন (America) সমর্থনের কথা জানিয়েছেন। সেই সঙ্গে দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনা কমানোর উপরেও জোর দিয়েছেন রুবিও। কিন্তু সেদিন রাত থেকেই সীমান্তবর্তী এলাকায় ড্রোন হামলা শুরু করে পাকিস্তান।

আরো পড়ুন : নুন আনতে পান্তা ফুরোনোর দশা নিয়েই যুদ্ধের জিগির, পাকিস্তানকে ভাতে মারতে চূড়ান্ত পদক্ষেপ নিল ভারত

মুখ খুললেন ট্রাম্প: মার্কিন (America) প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও দ্রুত দুই দেশের মধ্যে উত্তেজনা কমানোর বিষয়ে জোর দিয়েছেন। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি বলেন, ট্রাম্প একথা বোঝেন যে দুই দেশের মধ্যে কয়েক দশক ধরে বৈপরীত্য রয়েছে। ট্রাম্পের ওভাল অফিসে পা রাখারও আগে থেকে। তবে তিনি যত দ্রুত সম্ভব ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা করতে দেখতে চান বলে জানানো হয়েছে হোয়াইট হাউসের তরফে।

আরো পড়ুন : ‘গতকালই মিটিংয়ে ছিলেন…’, পাকিস্তানি শেলিংয়ে নিহত রাজৌরির অফিসার, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

যদিও উত্তেজনা প্রশমনের কথা বললেও এই সংঘাতে সরাসরি নাক গলাতে চায় না আমেরিকা। বিষয়টি স্পষ্ট করে দিয়ে সম্প্রতি মার্কিন ভাইস প্রেসিডেন্ট মন্তব্য করেন, কূটনৈতিক ভাবে ভারত পাকিস্তানের মধ্যে সামরিক উত্তেজনা প্রশমিত করার চেষ্টা করবে আমেরিকা। তবে সামরিক ক্ষেত্রে কোনো হস্তক্ষেপ করবে না। কারণ প্রাথমিক ভাবে এটা আমেরিকার কোনো বিষয় নয়।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

X