ভারত ‘ফোঁস’ করতেই কাঁপুনি পাকিস্তানের, যুদ্ধের আগেই ময়দান ছেড়ে পালাল ১২০০ সেনা!

Published On:

বাংলাহান্ট ডেস্ক : সন্ত্রাসে মদত দেওয়া নিয়ে বহুবার পাকিস্তানকে (Pakistan) নরমে গরমে হুঁশিয়ারি দিয়েছে ভারত। কিন্তু পহেলগাঁওয়ের ঘটনা কার্যত সহ্যের সীমা অতিক্রম করে গিয়েছে। ২৬ জনের মৃত্যুর বদলা নিতে ভয়ঙ্কর হয়ে উঠেছে ভারত। পরপর পাঁচটি বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে পাকিস্তানকে নিয়ে, যার মধ্যে অন্যতম সিন্ধু জল বন্টন চুক্তি স্থগিত করা। ভারতের এই চালে বিপাকে পড়ে কয়েকবার ঠারেঠোরে যুদ্ধের ইঙ্গিত দিতেও দেখা গিয়েছে পাকিস্তানকে (Pakistan)। কিন্তু পড়শি দেশের সেনাবাহিনীর পরিস্থিতি বলছে, যুদ্ধের নাম শুনেই ভাঙন ধরেছে বাহিনীতে।

ভারতের ভয়ে পাক (Pakistan) সেনাবাহিনীতে ইস্তফার হিড়িক

পহেলগাঁও হামলা নিয়ে ক্ষেপেছে ভারত। আর অন্যদিকে অশনি সঙ্কেত দেখছে পাকিস্তান (Pakistan)। এই পরিস্থিতিতে নাকি ইস্তফা দেওয়ার জন্য হুড়োহুড়ি পড়ে গিয়েছে পাক বাহিনীতে। সূত্রের খবর বলছে, গত ৪৮ ঘন্টায় অন্তত ২৫০ জন সেনা অফিসার ইস্তফা দিয়েছেন। আর প্রায় ১২০০ জন সেনা জওয়ানও দিয়েছেন ইস্তফা। জানা যাচ্ছে, এর জন্য দায়ী করা হচ্ছে পাক (Pakistan) সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরকেই।

Pakistan army jawans giving resignation

সেনাপ্রধানকে নিয়ে অসন্তোষ: মুনিরের নেতৃত্বে নাকি পাক সেনারা খুশি নয়। তাঁদের মনোবল ভেঙে গিয়েছে। সেনাপ্রধানকে চিঠি লিখে গণ ইস্তফার কথা জানিয়েছে লেফটেন্যান্ট জেনারেল আহমেদ বুখারি। জানা যাচ্ছে, পহেলগাঁও এর ঘটনার পরেই নাকি ইস্তফা দেওয়ার হুড়োহুড়ি পড়েছে পাক (Pakistan) সেনাবাহিনীতে। জানা যাচ্ছে, বেশি সেনা ইস্তফা দিচ্ছে সিন্ধু এবং নর্থ ইস্ট ফ্রন্টিয়ারে। সেনা জওয়ান থেকে লেফটেন্যান্ট জেনারেল এর মতো উচ্চপদস্থ আধিকারিকরাও নাকি ইস্তফা দিচ্ছেন।

আরো পড়ুন : ‘ভারত থেকে কেউ বের করতে পারবে না মুসলিমদের’, বোরখা পরে সংখ্যালঘুদের পাশে রাখি সাওয়ান্ত

কী কারণ দেখিয়ে ইস্তফা: পাকিস্তান যুদ্ধের জিগির তুললেও সেনাবাহিনীর পরিস্থিতি দেখতে চিন্তায় পড়েছে প্রশাসন। ইস্তফার ঠেলায় সীমান্ত রক্ষা করবে কে আর যুদ্ধেই বা যাবে কে, তা নিয়ে চিন্তার ভাঁজ পড়েছে আধিকারিকদের কপালে। অসুস্থতা এবং মানসিক চাপের কারণ দেখিয়েই নাকি চলছে ইস্তফা। সূত্রের খবর, গণ ইস্তফা রুখতে ডিজি আইএসপিআর মেজর জেনারেল নাকি চিঠি দিয়ে হুঁশিয়ারি দিয়েছেন, কেউ ইস্তফা দিলে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে।

আরো পড়ুন : পুরী থেকে এল পান্ডা, তিন ধাপে প্রাণ প্রতিষ্ঠা, কী কী হতে চলেছে দিঘার জগন্নাথ মন্দিরে? জানুন এক ক্লিকে

যেমনটা জানা যাচ্ছে, পাক (Pakistan) সেনার অসন্তোষের কারণ নাকি সেনাপ্রধান জেনারেল আসিম মুনির। এক মাস আগেও নাকি পাক সেনার জুনিয়র অফিসার এবং জওয়ানরা চিঠি লিখে আপত্তির কথা প্রকাশ করেছিল। আসিম মুনিরকে পদ থেকে না সরালে শুরু হবে বিদ্রোহ। এর মাঝেই পহেলগাঁও এর ঘটনা পাক সেনাবাহিনীর মধ্যে আরোই অস্থিরতা তৈরি করেছে বলে খবর সূত্রের।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

X