বাংলাহান্ট ডেস্ক : ভারত-পাকিস্তানের (Pakistan) মধ্যে সম্পর্কের চাপানউতোর ক্রমেই বাড়ছে। পহেলগাঁও হামলার পর দুদেশের মধ্যে কূটনৈতিক নানান পদক্ষেপ যেমন নেওয়া হয়েছে, তেমনি এর বড়সড় প্রভাব পড়েছে বিনোদন জগতের উপরেও। সবেমাত্র পাকিস্তানের (Pakistan) নায়ক নায়িকাদের জন্য বলিউডের দরজা আবার খুলতে শুরু করেছিল, কিন্তু পহেলগাঁও এর হামলার জেরে এবার তা পাকাপাকিভাবে বন্ধ হওয়ার জোগাড় হয়েছে। ইতিমধ্যেই পাকিস্তানি (Pakistan) অভিনেত্রী মাহিরা খান এবং হানিয়া আমিরের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছে ভারতে। এবার কোপ পড়ল আরেক দুই পাক তারকা ফাওয়াদ খান এবং আতিফ আসলামের উপরেও।
ভারতে নিষিদ্ধ হল ফাওয়াদ এবং আতিফের (Pakistan) ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট
দুই তারকাই বলিউডে খুবই জনপ্রিয়। সদ্য আবারও হিন্দি ছবিতে ফিরেছিলেন ফাওয়াদ। যদিও সেই ছবি এখন আদৌ মুক্তি পাবে কিনা তা নিয়ে দেখা দিয়েছে সংশয়। অন্যদিকে আতিফের জনপ্রিয়তাও দেখার মতো। ভারতে আতিফ আসলামের ফ্যানবেস চোখ ধাঁধানো। কিন্তু এবার তাঁদের নিয়েও করা হল বড় পদক্ষেপ।
ছবি মুক্তি নিয়ে সংশয়: মাহিরা এবং হানিয়ার পর এবার ভারতে নিষিদ্ধ হলেন ফাওয়াদ এবং আতিফ। ছবি মুক্তির আগেই এদেশে নিষিদ্ধ হয়ে গেল ‘আবির গুলাল’ অভিনেতার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। রেহাই পাননি আতিফ আসলামও। উল্লেখ্য, দীর্ঘদিন পর বলিউডে ফিরে ‘আবির গুলাল’ ছবিতে অভিনয় করেছিলেন ফাওয়াদ। তাও বিপরীতে রয়েছেন বাণী কাপুর। আগামী ৯ ই মে ছবি মুক্তির তারিখ। কিন্তু ছবি মুক্তি আটকানোর দাবি উঠেছে FWICE এর তরফে। ভারতের কোনো অভিনেতা, পরিচালক, প্রযোজক যাতে পাকিস্তানের (Pakistan) কোনো শিল্পীর সঙ্গে কাজ না করেন সে বিষয়েও সতর্ক করা হয়েছে।
আরো পড়ুন : ১৫ জনের মৃত্যুতে নড়ল টনক? বড়বাজার কাণ্ড থেকে শিক্ষা নিয়েই শহরজুড়ে বন্ধ হচ্ছে সমস্ত রুফটপ রেস্তোরাঁ
বন্ধ করা হয়েছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট: সম্প্রতি আইনি পদক্ষেপের জেরে একাধিক পাকিস্তানি (Pakistan) শিল্পীদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ভারতে বন্ধ করা হয়েছে। মাহিরা খান, হানিয়া আমির, আলি জাফর, সনম সইদ, বিলাল আব্বাস, ইমরান আব্বাস, ইকরা আজিজ এবং সজল আলির মতো তারকাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আর ভারতে উপলব্ধ নয়। ব্লক করা ইনস্টাগ্রাম প্রোফাইল গুলি খুললেই লেখা থাকছে, ‘ভারতে অ্যাকাউন্ট উপলব্ধ নয়। কারণ এই অ্যাকাউন্টগুলি রেস্ট্রিকশন এর জন্য আইনি অনুরোধ মেনে চলছি আমরা’। এই তালিকাতেই নতুন যুক্ত হওয়া নাম ফাওয়াদ এবং আতিফ।
আরো পড়ুন: ‘পেটে দু পাত্তর পড়লেই…’ মদ্যপ হয়ে কী কাণ্ড করেছিলেন সলমন! গোপন কাণ্ড ফাঁস মিকার
এছাড়াও আরো ১৬ টি পাকিস্তানি (Pakistan) ইউটিউব চ্যানেলেও আরোপ করা হয়েছে নিষেধাজ্ঞা। এর মধ্যে বেশ কিছু পাকিস্তানি (Pakistan) সংবাদ মাধ্যমও রয়েছে। পহেলগাঁও হামলার আবহে ভারত এবং সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে উসকানিমূলক, সাম্প্রদায়িক স্পর্শকাতর বিষয়, ভুয়ো এবং বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানোর অভিযোগে নিষিদ্ধ করা হয় ওই চ্যানেলগুলিকে।